সুরমা টাইমস ডেস্কঃ
সিলেট মহানগরীর শাহপরাণ থানা এলাকা থেকে ভারতীয় চিনির বিশাল চালানসহ ২ চোরাকারবারিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় ভারতীয় চিনি পরিবহণের দায়ে ১টি ডি আই পিকআপ জব্দ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (০৩রা অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে মহানগর গোয়েন্দা বিভাগের টিম-০১ শাহপরাণ (রহ.) থানাধীন সুরমা গেইট এলাকা থেকে তাদের আটক করে।
আটক দুজন হলো, আলী আহমদ ওরফে শহীদ (১৯) ও সারেয়ার আহমদ (২০)।
পুলিশ পরিদর্শক ফজলুর রহমান, এসআই জয়ন্ত কুমার দে এবং সঙ্গীয় ফোর্সদের নিয়ে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সহকারি পুলিশ কমিশনার তপন সরকার।
মহানগর গোয়েন্দা বিভাগ জানায়, অভিযানকালে আসামিদের হেফাজত হতে ভারতীয় পণ্য জব্দ করা হয়।
যার বাজারমূল্য ৩ লক্ষ ১৫ হাজার ৮৪০ টাকা। আটক আসামিদের বিরুদ্ধে এসএমপি শাহপরাণ (রহ.) থানায় এজাহার দায়ের করে মামলা রুজু করা হয়েছে।