বঙ্গবন্ধুর ম্যুরালে সিমেবি কর্মচারী পরিষদ’র শ্রদ্ধা নিবেদন
সুরমা টাইমস ডেস্কঃ
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) এর তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের সমন্বয়ে গঠিত “সিমেবি কর্মচারী পরিষদ” এর সদস্যবৃন্দ।
বুধবার (৪ অক্টোবর) সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে এই শ্রদ্ধা নিবেদন করেন তারা।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন সিমেবি কর্মচারী পরিষদ এর আহ্বায়ক মুহাজিরুল ইসলাম রাহাত, সদস্য সচিব নাদীম সীমান্ত, আনিসুর রহমান, এনাম আহমদ, নুরুল আমিন, মুহিন চৌধুরী, আব্দুস সামাদ চৌধুরী, আশরাফ আহমদ, তিলত্তমা দাশ, হাসানুর রহমান মুন্না, মুর্শেদ আহমদ চৌধুরী, মাহফুজ আহমদ চৌধুরী, সুমন আহমদ, তারেক আহমদ, শাকিল আহমদ, মো. আবুল কাসেম, শোয়েব আহমদ, সাহেদ আহমদ, ফৌজিয়া সুলতানা মণি প্রমুখ।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ে কর্মরত তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা উপস্থিত ছিলেন।