সুরমা টাইমস ডেস্কঃ
সিলেট মহানগরের বন্দরবাজার এলাকার রংমহল টাওয়ারের পাশে রাস্তায় একটি লাশ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (২৮শে সেপ্টেম্বর) বেলা ২টার দিকে স্থানীয় ব্যবসায়ীরা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, লাশটি ৬০-৬৫ বছর বয়েসি একজন পুুরুষের। মরদেহ একটি মশারি দিয়ে ঢাকা।
স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, মারা যাওয়া লোকটি কয়েকদিন ধরে রংমহল টাওয়ারের আশপাশে ফুটপাতে অথবা রাস্তায় রাত কাটায়। দেখতে মনে হয়েছে মানসিক ভারসাম্যহীন।
আজ (বৃহস্পতিবার) বেলা ২টার দিকে রাস্তার পাশে ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন।
সিলেট কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (ওসি-তদন্ত) সুমন কুমার চৌধুরী বলেন, স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে পৌছে সুরতহাল প্রস্তুতের পর মরদেহ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
মারা যাওয়া লোকটি অপ্রকৃতস্থ ছিল বলে জানিয়েছেন আশপাশের ব্যবসায়ীরা। অজ্ঞাত বৃদ্ধের পরিচয় শনাক্তে পুলিশের পাশাপাশি সিআইডি (ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট) কাজ করছে।