পরিবেশের ভারসাম্য রক্ষা করতে নদীকে বাচাতে হবে-আতাউর রহমান পীর
সুরমা টাইমস ডেস্কঃ
বিশিষ্ট শিক্ষাবিদ সিলেট সেন্ট্রাল কলেজের প্রিন্সিপাল লেঃ কর্ণেল এম আতাউর রহমান পীর বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে নদীকে বাচাতে হবে। নদ-নদীর দেশ বাংলাদেশ আজ খাল বিল ভরাট হয়ে পরিবেশের ভারসাম্য হারাতে বসেছে।
এজন্য শিক্ষার্থী সহ সমাজের সকলকে সচেতন হতে হবে। নদী দুষন হয় এ ধরনের কাজ থেকে শিক্ষার্থীরা বিরত থাকতে হবে পাশাপশি পলিথিন আর্বজনাসহ বিভিন্ন জিনিস ফেলে নদী দূষন হয় এমন কাজ থেকে মানুষকে বিরত রাখার প্রচেষ্টা চালাতে হবে।
বিশ্বনদী দিবস উপলক্ষে সিলেট সেন্ট্রাল কলেজ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি একথা বলেন।
২৫ সেপ্টেম্বর সোমবার সকালে বিশ্ব নদী দিবস উপলক্ষে সিলেট সেন্ট্রাল কলেজ এর উদ্যোগে কলেজের হলরুমে সিলেট সেন্ট্রাল কলেজের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান এর সভাপতিত্বে ও প্রভাষক খোরশেদ আলম এর পরিচালনায় আলোচনা সভায় অন্যানোর মধ্যে বক্তব্যে রাখেন ও উপস্থিত ছিলেন সোরাইয়া খন্দকার, বাবুল আক্তার, মাহমুদ কামাল,মনিক চক্রবর্তী, সিরাজুল ইসলাম সিয়াম, শহিদুল আলম, আলী জাহেদ, তামান্ন আক্তার তান্নি, ফাতেমা আক্তার রিমা প্রমুখ।