মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিলেট জেলা ছাত্রদলে যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রশীদের আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক আলী আহমদ। একই দুর্ঘটনায় নিহত জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল্লাহ ইসহাকের মৃত্যুতেও শোক জানান। একই সাথে দুই জনের মাগফেরাত কামনা করে উভয়ের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।
এক শোকবার্তায় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রশীদ আমার খুব প্রিয় স্নেহভাজন একজন বলিষ্ঠ চরিত্রের ছোটভাই ছিল। আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে তার মত বিনয়ী, পরোপকারী, বিশ্বস্ত ও আদর্শিক ছাত্রনেতা খুব কম পেয়েছি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক থাকাকালে হাফিজুর রশীদ আমার সাথে নিয়মিত যোগাযোগ করেছিল। পরবর্তীতেও সে নিয়মিত আমার সাথে যোগাযোগ রেখেছে। যে কোন পরিস্থিতিতে সকল দলীয় কর্মসূচীতে তার অংশগ্রহণ ছিল। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সে সব সময় রাজপথে স্বোচ্ছার ছিল। আকস্মিক দুর্ঘটনায় তার অকাল মৃত্যুতে আমরা সম্ভাবনাময় এক তরুণ ছাত্রনেতাকে হারালাম। যা সহজে পূরণ হবার নয়। আল্লাহ পাক রাব্বুল আল-আমীন, প্রিয় হাফিজুর রশীদকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।
—-বিজ্ঞপ্তি ।