জালালাবাদ থানা শ্রমিক কল্যাণের দোয়া মাহফিল
বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (র.) স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা করেছে মহানগর জালালাবাদ থানার ৮ নং ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশন।
শুক্রবার বাদ আসর বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রঘোষিত সপ্তাহব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে নগরীর পাঠানটুলা এলাকায় উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু। ফেডারেশনের ৮নং ওয়ার্ডের সভাপতি আশরাফুল আলম ফাহাদের সভাপতিত্বে ও পাঠানটুলা ইউনিট সভাপতি ফিরোজ মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের মহানগর সহ সাধারণ সম্পাদক মওলানা সাজ্জাদুর রহমান। বক্তব্য রাখেন জালালাবাদ থানা সভাপতি নাজমুল ইসলাম, হাসপাতাল থানার সহ-সভাপতি আব্দুস সাত্তার, ৮নং ওয়ার্ড সেক্রেটারি শামসুজ্জামান মাহবুব প্রমূখ।
মাহফিলে আল্লামা সাঈদী (র.) এর মাগফেরাত ও শাহাদাত কবুলিয়াত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
—বিজ্ঞপ্তি ।।