সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের উপদেষ্টার মায়ের মৃত্যু, শোক প্রকাশ
সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের (সিউজা) উপদেষ্টা হাসিনা বেগম চৌধুরীর মা বেগম রোকেয়া হেনা চৌধুরী (৮৬) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন। সিলেট নগরীর হাউজিং এষ্টেট এলাকায় রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে তাঁর নিজ বাসভবনে বার্ধক্যজনীত কারণে ইন্তেকাল করেন।
মরহুমার জানাযার নামাজ রোববার (১০ সেপ্টেম্বর) বাদ এশা হযরত শাহজালাল (রহ.) মসজিদে অনুষ্ঠিত হবে।
সিউজা উপদেষ্টা হাসিনা বেগম চৌধুরীর মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সুবর্ণা হামিদ, সাধারণ সম্পাদক শাকিলা ববি ও ক্লাব নেতৃবৃন্দ।
রোববার (১০ সেপ্টেম্বর) এক শোক বার্তায় সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের নেতৃবৃন্দ বলেন সাংবাদিক হাসিনা বেগম চৌধুরীর মা একজন সৎ, পরপোকারি ও রত্নগর্ভা নারী ছিলেন। তার এ মৃত্যু অত্যন্ত দুঃখজনক ও বেদনাধায়ক। আমরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
—প্রেস বিজ্ঞপ্তি