দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ০৭ চোর গ্রেফতার ও চোরাইকৃত মালামাল উদ্ধার

সুরমা টাইমস ডেস্কঃ

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের দক্ষিণ সুরমা থানার চৌকশ পুলিশ টিম কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে দক্ষিণ সুরমা থানাধীন মোমিনখলা সাকিনস্থ কিয়াম মেটাল ইন্ড্রাস্টিজ লিমিটেড এর ভিতর চুরির ঘটনার রহস্য উদঘাটন ও উক্ত ঘটনায় জড়িত ০৭ (সাত) জন আসামী গ্রেফতার ও আলামত উদ্ধার করা হয়েছে।
দক্ষিণ সুরমা থানার মামলা নং-০১, তাং-০১/০৭/২০২৩ খ্রিঃ, ধারা-৪৬১/৩৮০/৪২৭ পেনাল কোড ১৮৬০
গ্রেফতারকৃতদের নামঃ ১। মোঃ কাউসার (২২) পিতা-মৃত বজলু মিয়া, মাতা-রেহেনা বেগম, সাং-শনিবাজ, থানা-রায়পুরা, জেলা-নরসিংদী, বর্তমানে-সুগন্ধা-২৭, ছড়ার পাড়, নাসিম মিয়ার বাসা, থানা-কোতয়ালী, জেলা-সিলেট, ২। মোঃ জুনায়েদ (২১) পিতা-আব্দুর রহিম, মাতা-মমতাজ বেগম, সাং-শাহাপুর, পুরাতন, থানা-বাজিতপুর, জেলা-কিশোরগঞ্জ, বর্তমানে-সুগন্ধা-২৭, ছড়ারপাড়, নাসিম মিয়ার বাসা, থানা-কোতয়ালী, জেলা-সিলেট,
৩। মোঃ আব্দুল কাদির (২৭) পিতা-মৃত ফরিদ মিয়া, মাতা-ফাতেমা বেগম, সাং-বহর আবাসিক এলাকা, থানা-শাহপরাণ (রহ:), জেলা-সিলেট, ৪। মোঃ মাসুদ রানা (৩৩) পিতা-মোঃ দিদার শেখ, মাতা-মোছাঃ সুফিয়া খাতুন, সাং-বিষ্ণুদিয়া, দক্ষিণ পাড়া, থানা-ইবি, জেলা-কুষ্টিয়া, বর্তমানে-কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মোমিনখলা, দক্ষিণ সুরমা, সিলেট এর গাড়ী নং-কুষ্টিয়া-ম-১১-০১০৪ এর গাড়ীর হেলপার,
৫। কাজল চন্দ্র নাথ (৩০) পিতা-মৃত বাবু লাল নাথ, মাতা-বাসন্তি রানী নাথ, সাং-চুয়াবহর, বটেশ্বর, থানা-শাহপরাণ(রহ:), জেলা-সিলেট, ৬। দুলাল আহমদ রিপন (২৩), পিতা-আব্দুস ছাত্তার লুলু, সাং-লক্ষনা বন্দ, পোষ্ট-চৌধুরী বাজার, থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেট, ৭। আব্দুর রহমান (৫৮), পিতা-মৃত সাজেদ আলী, সাং-তুরুকখলা, পোষ্ট-দাউদপুর, থানা-মোগলাবাজার, জেলা-সিলেট।
উদ্ধারকৃত আলামতঃ
১। ননস্টিক-১৫৭কার্টুন, মূল্য অনুমান-১০,৩১,৭৯৪/- টাকা, ২। গ্যাস স্টোভ-১৮৬ পিস, মূল্য অনুমান-৪,৭৪,৩০০/- টাকা, ৩। ব্লেন্ডার-২৪ কার্টুন, মূল্য অনুমান-২,১৩,০৮০/- টাকা, ৪। ইনফারেট চুলা-১৬ কার্টুন, মূল্য অনুমন-৩,৮৪,৭৫৬/- টাকা, ৫। ফুড পট-০৫কার্টুন, মূল্য অনুমান-৫১,০৩৬/- টাকা, ৬। রাইস কুকার-১৭কার্টুন, মূল্য অনুমান-১,০৫,৭২৪/- টাকা, ৭। প্রেসার কুকার-০৩ কার্টুন, মূল্য অনুমান-৪১,৪৪৫/- টাক,৮। ক্যাটলি-০৭ কার্টুন, মূল্য অনুমান-৭৫,৯৩৬/- টাকা, ৯। ফ্লাক্স-০৩ কার্টুন, মূল্য অনুমান-২২,৯৩২/- টাকা, সর্বমোট-২৪,০১০০৩/- টাকার মালামাল উদ্ধার।
পবিত্র ঈদুল আযহা/২০২৩ উপলক্ষ্যে গত ২৭/০৬/২০২৩খ্রি: তারিখ হইতে দক্ষিণ সুরমা থানাধীন মোমিনখলা সাকিনস্থ কিয়াম মেটাল ইন্ড্রাস্টিজ লিমিটেড এর সকল অফিস স্টাফ ০৫ দিনের ছুটি ভোগের উদ্দেশ্যে অফিস ত্যাগ করেন। তখন উক্ত কোম্পানীর সার্বিক নিরাপত্তার জন্য এলিট ফোর্সের নিয়োগকৃত সিকিউরিটি ১। দুলাল আহমদ রিপন (২৩), পিতা-আব্দুস ছাত্তার লুলু, সাং-লক্ষনাবন্দ, পোষ্ট-চৌধুরীবাজার, থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেট, ২। আব্দুর রহমান (৫৮), পিতা-মৃত সাজেদ আলী, সাং-তুরুকখলা, পোষ্ট-দাউদপুর, থানা-মোগলাবাজার, জেলা-সিলেটদ্বয়কে দায়িত্ব দেওয়া হয়।
কিন্তু গত ৩০/০৬/২০২৩খ্রিঃ তারিখ সকাল অনুমান ১০:২০ ঘটিকা হইতে বিকাল অনুমান ০৪.০০ ঘটিকার মধ্যে যে কোন সময় অজ্ঞাতনামা চোর/চোরেরা সিকিউরিটি ১। দুলাল আহমদ রিপন (২৩)ও ২। আব্দুর রহমান (৫৮), পিতা-মৃত সাজেদ আলী, সাং-তুরুকখলা, পোষ্ট-দাউদপুর, থানা-মোগলাবাজার, জেলা-সিলেট’দ্বয়ের সহায়তায় ওয়ার হাউজের প্রধান গেইটের ০২টি ও ভিতরের গেইটের ০২টি তালা ভাঙ্গিয়া ভিতরে প্রবেশ করিয়া কিয়াম কোম্পানীর নন স্টিক, প্রেসার কুকার, গ্যাস স্টোভ, রাইস কুকার, ব্লেন্ডার সহ অন্যান্য বিভিন্ন আইটেমের মালামাল চুরি করিয়া নিয়ে যায়। যাহার মূল্য অনুমান-৫৮,২৪,৬৩৭/- টাকা।
তাছাড়া অফিসে থাকা সিসি ক্যামেরাসহ টিভি ও কম্পিউটার ভাঙ্গিয়া অনুমান- ৮০,০০০/- টাকার ক্ষতি সাধন করে। এ সংক্রান্তে সিলেট ওয়ার হাউজ কিয়াম মেটাল ইন্ড্রাস্টিজ লিমিটেড এর ডিপো ইনচার্জ মো: জুলফিকার আলী দক্ষিণ সুরমা থানায় লিখিত অভিযোগ দায়ের করিলে সূত্রে বর্ণিত মামলা রুজু করা হয়।
উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ-অপরাধ), সহকারী পুলিশ কমিশনার (দক্ষিণ সুরমা থানা), এসএমপি, সিলেট মহোদয়ের নির্দেশে ও তত্ত্বাবধানে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো: শামসুদ্দোহা, পিপিএমএর নেতৃত্বে এসআই (নি:)/শশধর বিশ্বাস, এসআই(নিঃ)/মোঃ আবুল হোসেনসহ অন্যান্য অফিসার ও ফোর্স কয়েকটি দলে বিভক্ত হয়ে চোরাইকৃত মালামাল উদ্ধারসহ চোরদের গ্রেফতারে ব্যাপক অভিযান শুরু করে।
গত ০২/০৭/২০২৩খ্রিঃ তারিখ রাত অনুমান ০২.৪৫ ঘটিকার সময় দক্ষিণ সুরমা থানাধীন মোমিনখলা সাকিনে অভিযান পরিচালনা করে আসামী ১। দুলাল আহমদ রিপন (২৩), পিতা-আব্দুস ছাত্তার লুলু, মাতা-ছায়া বেগম, সাং-লক্ষনাবন্দ, পোষ্ট-চৌধুরী বাজার, থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেট,
বর্তমানে-সিকিউরিটি গার্ড, কিয়াম মেটাল ইন্ড্রাস্টিজলি:, মোমিনখলা, বাইপাস রোড, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, ২। আব্দুর রহমান (৫৮), পিতা-মৃত সাজেদ আলী, মাতা-আবেদা বেগম সাং-তুরুকখলা, পোষ্ট-দাউদপুর, থানা-মোগলাবাজার, জেলা-সিলেট, বর্তমানে-সিকিউরিটি গার্ড, কিয়াম মেটাল ইন্ড্রাস্টিজলি:, মোমিনখলা, বাইপাস রোড, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেটদ্বয়কে গ্রেফতার করা হয়।
পরব্র্তীতে ০৩/০৭/২০২৩খ্রিঃ তারিখ ১৩:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি’র শাহপরাণ (রহ:) থানাধীন খাদিম পাড়া সাকিনস্থ মাকমপ্লেক্স দোকানে শাহপরাণ (রহ:) থানা পুলিশের সহযোগীতায় আসামী মোঃ আব্দুল কাদির (২৭) পিতা-মৃত ফরিদ মিয়া, মাতা-ফাতেমা বেগম, সাং-বহর আবাসিক এলাকা, থানা-শাহপরাণ (রহ:), জেলা-সিলেট’কে গ্রেফতার করতঃ তাহার দেখানো ও দেওয়া তথ্য মতে সাক্ষীদের সামনে চোরাই যাওয়া কিছু মালমাল উদ্ধার করতঃ জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। এছাড়াও আসামী আব্দুল কাদির এর দেওয়া তথ্য মতে শাহপরাণ (রহ:) থানাধীন টুলটিকর এলাকা হইতে শাহপরাণ (রহ:) থানা পুলিশের সহযোগীতায় আসামী ১। মোঃ কাউসার (২২)পিতা-মৃত বজলু মিয়া, মাতা-রেহেনা বেগম, সাং-শনিবাজ, থানা-রায়পুরা, জেলা-নরসিংদী, বর্তমানে-সুগন্ধা-২৭, ছড়ার পাড়, নাসিম মিয়ার বাসা, থানা-কোতয়ালী, জেলা-সিলেট ও ২। মোঃ জুনায়েদ (২১) পিতা-আব্দুর রহিম, মাতা-মমতাজ বেগম, সাং-শাহাপুর, পুরাতন, থানা-বাজিতপুর, জেলা-কিশোরগঞ্জ, বর্তমানে-সুগন্ধা-২৭, ছড়ার পাড়, নাসিম মিয়ার বাসা, থানা-কোতয়ালী, জেলা-সিলেট’দ্বয়কে ০৩/০৭/২০২৩খ্রিঃ তারিক ১৫:১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করতঃ তাহাদেরকে বর্ণিত মামলার ঘটনা সংক্রান্তে জিজ্ঞাসাবাদে জানায় কোম্পানীর চোরাই যাওয়া মালামাল শাহপরাণ (রহ:) থানাধীন টুলটিকর মিরা পাড়া জনৈক মুক্তার মিয়া’র দোকান ঘরের পূর্ব পার্শ্বের দুইটি কক্ষে রাখা হইয়াছে।
তাৎক্ষণিক ধৃত আসামী মোঃ কাউসার ও মোঃ জুনায়েদ এর দেওয়া তথ্য মতে শাহপরাণ (রহ:) থানাধীন টুলটিকর মিরা পাড়া জনৈক মুক্তার মিয়া’র দোকান ঘরের পূর্ব পার্শ্বের দুইটি কক্ষে অভিযান পরিচালনা করিয়া ০৩/০৭/২০২৩খ্রিঃ তারিখ ১৬:২০ ঘটিকার সময় চোরাই যাওয়া আরো আংশিক মালামাল উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
০৩/০৭/২০২৩খ্র্রিঃ তারিখ ২১:৩৫ ঘটিকার সময় দক্ষিণ সুরমা থানাধীন মোমিনখলাস্থ কিয়াম কোম্পানীর ওয়ার হাউজ হইতে আসামী মোঃমাসুদ রানা (৩৩) পিতা-মোঃ দিদার শেখ, মাতা-মোছাঃ সুফিয়া খাতুন, সাং-বিষ্ণুদিয়া, দক্ষিণ পাড়া, থানা-ইবি, জেলা-কুষ্টিয়া, বর্তমানে-কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মোমিনখলা, দক্ষিণ সুরমা, সিলেট এর গাড়ী নং-কুষ্টিয়া-ম-১১-০১০৪ এর গাড়ীর হেলপার ও কাজল চন্দ্র নাথ (৩০) পিতা-মৃত বাবু লাল নাথ, মাতা-বাসন্তি রানী নাথ, সাং-চুয়া বহর, বটেশ্বর, থানা-শাহপরাণ (রহ:), জেলা-সিলেট’দ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী’দেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।