জালালাবাদ থানাধীন শিবের বাজার এলাকা হইতে জাল টাকাসহ ০২ জালটাকা ব্যবসায়ী আটক
গত ২১/০৬/২০২৩খ্রিঃ এসআই(নিঃ)/মোঃ সালাহ্ উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ জালালাবাদ থানাধীন শিবের বাজার এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালে ২১/০৬/২০২৩খ্রিঃ তারিখ সন্ধ্যা অনুমান ১৮: ৩৫ ঘটিকার সময় জালালাবাদ থানাধীন মানসীনগর শিবের বাজারের গরুর হাট ইজারাদার পরিচালনা কমিটির মাধ্যমে জানতে পারেন যে, অত্র জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউ/পি’র অন্তর্গত শিবের বাজার গরুর হাটের মধ্যে জালটাকা সহ একটি চক্রের ০২(দুই) জন ব্যক্তি আটক করিয়াছে।
বাদী উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য সঙ্গীয় অফিসার ফোর্স সহ ঘটনাস্থলে পৌছাইয়া দেখিতে পান যে, শিবের বাজারের গরুর হাটের ইজারাদার কর্তৃপক্ষ জালটাকা সহ ০২(দুই) ব্যক্তিকে আটক করিয়া রাখিয়াছে।
অতঃপর আটক ব্যক্তিদ্বয়কে জিজ্ঞাসাবাদে তাহাদের নাম ১। মোঃ আফজালুর রহমান রুমেন (২৬) পিতা- আখলাকুর রহমান মিলন, ২। মোঃ জাবেদ মিয়া(২২) পিতা-ইদন মিয়া, উভয় সাং-পশ্চিম নরাই, থানা- ছাতক জেলা-সুনামগঞ্জ বলিয়া প্রকাশ করিলে বিধি মোতাবেক উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ১নং আসামী মোঃ আফজালুর রহমান রুমেন (২৬) এর দেহ তল্লাশীকালে তাহার ডান হাতের মধ্যে থাকা অবস্থায় বাংলাদেশী মুদ্রা (১) খ ড ৪৮৬০২৩০ সিরিয়ালের কথিত ০২ (দুই) টি ১০০০/-(একহাজার) টাকার নোট ২০০০/-(দুই হাজার) টাকা, (২) খ ড ৪৮৬০২৩২ সিরিয়ালের ০৩টি (তিন)টি কথিত ১০০০/-(একহাজার) টাকার নোট ৩০০০/-(তিন হাজার) টাকা, ৩। খ ড ৪৮৬০২৩৪ সিরিয়ালের ০৩(তিন)টি কথিত ১০০০/-(একহাজার) টাকার নোট ৩০০০/-(তিনহাজার) টাকা, ৪। খ ড ৪৮৬০২৩৬ সিরিয়ালের ০২(দুই)টি কথিত ১০০০/-(একহাজার) টাকার নোট ২০০০/-(দুইহাজার) টাকা, সর্বমোট-১০,০০০/-(দশ হাজার) টাকার জাল নোট উদ্ধার পূর্বক বাদী ইং ২১/০৬/২০২৩খ্রিঃ তারিখ সন্ধ্যা ১৯:৩০ ঘটিকার সময় জব্দ করেন।
ধৃত আসামীদ্বয়কে আরো জিজ্ঞাসাবাদে তাহারা জনৈক মামুন(৪০) পিতা-অজ্ঞাত, ঠিকানা-অজ্ঞাত এর নিকট হইতে উক্ত জালটাকা সরবরাহ করিয়াছে মর্মে জানায়।
পরবর্তীতে এই সংক্রান্তে এসআই(নিঃ)/মোঃ সালাহ্ উদ্দিন বাদী হইয়া ধৃত আসামী ১। মোঃ আফজালুর রহমান রুমেন (২৬), ২। মোঃ জাবেদ মিয়া(২২) দ্বয়ের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করিলে উক্ত বিষয়ে জালালাবাদ থানার মামলা নং-১২, তাং-২২/০৬/২০২৩খ্রিঃ, ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫A / ২৫ D ; রুজু করা হয়। আটক আসামীদ্বয়কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।
বিষয়টি সাইফুল আলম, অফিসার ইনচার্জ, জালালাবাদ থানা, এসএমপি,সিলেট নিশ্চিত করেন।
=বিজ্ঞপ্তি ।।