বদর উদ্দিন আহমদ কামরানের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে মহানগর আওয়ামী লীগের মিলাদ ও দোয়া মাহফিল বৃহস্পতিবার
সুরমা টাইমস ডেস্কঃ
সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র, মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার (১৫ জুন ২০২৩ইং) বাদ যোহর হযরত শাহজালাল (রহঃ) দরগাহ মসজিদের নিচতলায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে মহানগর আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন।