Surma Times | Sylhet News

সিলেটের প্রথম অনলাইন সংবাদ পোর্টাল

নির্বাচিত হলে আপনাদের মাঝে নিজেকে বিলিয়ে দেব -নজরুল ইসলাম বাবুল

সুরমা টাইমস ডেস্কঃ

 

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের মেয়র প্রার্থী, জাপা’র কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগরের আহবায়ক, সিলেট চেম্বার অব কমার্সের পরিচালক, ফিজা এন্ড কোং প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিল্পপতি নজরুল ইসলাম বাবুল বলেছেন, আমি লুটপাট করতে আসিনি।
আজ মানুষ নির্যাতিত নিপীড়িত। আমি নিপীড়িত মানুষের কন্ঠস্বর হতে এসেছি। পল্লীবন্ধু দল জাতীয় পার্টি সব সময় সাধারণ মানুষের পাশে ছিলো এবং আছে। আপনারা জানেন, জাতীয় পার্টির শাসনামলে দেশের কতটা অভূতপূর্ব উন্নয়ন ঘটেছিলো।
সেই দলের প্রতিনিধি হিসেবে আমি প্রথমবারের মতো সিসিক নির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে আপনাদের কাছে এসেছি। আগামী ২১ জুন দল মত নির্বিশেষে সবাই লাঙ্গল মার্কাকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য সকলের কাছে অনুরোধ জানাচ্ছি।
আমি কথা দিচ্ছি, নির্বাচিত হলে আপনাদের মাঝে নিজেকে বিলিয়ে দিব। মনিপুরীসহ ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর সব ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধিতে আমি কাজ করে যাব ইনশাআল্লাহ।
শুক্রবার (২ জুন) বিকেলে নগরীর আম্বরখানা মণিপুরী পাড়ায় লাঙ্গল মার্কার প্রথম নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বেণুভূষন ব্যানার্জীর সভাপতিত্বে ও প্রবাল সিংহের পরিচালনায় মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী, সিলেট মনিপুরী সমাজের আহ্বায়ক পরিমল সিংহ, কান্ত সিংহ, প্রদীপ সিংহসহ মণিপুরী পাড়ার এলাকার প্রবীণ ব্যক্তিবর্গ, নারী-পুরুষ, জাতীয় পার্টির নেতাকর্মী, যুব ও ছাত্রসমাজের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।