ওয়ার্ড লেভেল কোঅর্ডিনেশন কমিটির (WLCC)এর আয়োজনে ২৬ নং ওয়ার্ডে জনসচেতনতামূলক র্যালী অনুষ্ঠিত হয়েছে। জাপানের পৃষ্টপোষকতায় সিলেট সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে সামাজিক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২৬ নং ওয়ার্ডে ধারাবাহিক এ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
ওয়ার্ড লেভেল কোঅর্ডিনেশন কমিটির ২৬নং ওয়ার্ডের সভাপতি সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র(১) ও ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর রোটারিয়ান তৌফিক বকস্ লিপন ও কমিটির সাধারণ সম্পাদক ওয়ার্ড সচিব সুলতান আহমেদের পরিচালনায় এবং রেডক্রিসেন্টের ওয়ার্ড কমিউিনিটি ভলেন্ডিয়ার টিম লিডার মাহিদুল ইসলাম মোহনের সহযোগিতায় অনুষ্টিত জনসচেতনতামূলক র্যালীর প্রধান শ্লোগান ছিলো, ‘‘যত্রতত্র ময়লা ফেলা বর্জন করি, ডাস্টবিন ব্যবহার করি, পরিচ্ছন্ন ওয়ার্ড গড়ি। “আমার ওয়ার্ড, আমার অহংকার,। আমার দায়িত্ব, রাখবো পরিষ্কার’’।
গত ৩০ মে দুপুর ১২টায় ২৬ নং ওয়ার্ডের কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এ র্যালী ২৬ নং ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় স্কুল প্রাঙ্গঁনে এসে সভায় মিলিত হয়।
সভায় বক্তব্য রাখেন কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনিরা চৌধুরী,সহকারী শিক্ষিকা শিল্পী রানী, রওশন আরা প্রমুখ।
প্রেস-বিজ্ঞপ্তি।