নবীগঞ্জে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন
উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ প্রতিনিধি::
নবীগঞ্জে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। আজ রবিবার দুপুর ১২টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে র্যালী শেষে ফিতা কেটে মেলার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ার সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা এ কে এম মাকসুদুল আলমের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ-বাহুবলের সংসদ সদস্য শাহ নেওয়াজ মিলাদ গাজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) গিয়াস উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান এডঃ গতি গোবিন্দ দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ, বাউশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সিদ্দিক,
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, যুক্তরাজ্যে আওয়ামীলীগ নেতা অনর উদ্দিন চৌধুরী জাহিদ, সদর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলারা হোসেন, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি এড. শাহনূল আলম ছানু, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোঃ দুলাল চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল,
সময় পত্রিকার প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক সেলিম তালুকদার, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ জাহির আলী, অঞ্জন পুরকায়স্থ, এটিএম রুবেল, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এম এ ফরহাদজ্জামান মোহিত, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল, যুবলীগ নেতা হেলাল চৌধুরী, সোহেল রানা সহ আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ সহ দলের অঙ্গসংগঠনের নেতাকর্মী।
সাংবাদিক সাগর আহমেদ সহ রাজনৈতিক নেতৃবৃন্দসহ সুশীল সমাজের লোকজন। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার ষ্টলগুলো পরিদর্শন করেন।
উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গণে কৃষি প্রযুক্তি মেলা চলবে ২৮ থেকে ৩০ মে পর্যন্ত।