জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টারের নতুন সভাপতি কবির, সম্পাদক নজরুল ও ট্রেজারার হাবিব

গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে সিলেট চ্যাপ্টার এর দ্বি-বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। (শনিবার) ২০মে সন্ধ্যায় ৭টায় নগরীর একটি অভিজাত হোটেল কনফারেন্স হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাধারণ সভায় প্রধান নির্বাচন কমিশনার ও দুই কমিশনার সভার সম্মতিতে প্রফেসর কবির আহমেদ সভাপতি, আব্দুস সামাদ নজরুল সাধারণ সম্পাদক,যুব সংগঠক আলী আহসান হাবীব কে ট্রেজারার করে ৪৭ সদস্য বিশিষ্ট সিলেট চ্যাপ্টার এর কমিটি ঘোষণা করা হয়।

কমিটির উপদেষ্টাবৃন্দরা হলেন, মুহাম্মদ ফয়জুর রহমান, প্রফেসর সালেহ আহমদ, এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন, ড. আবুল ফতেহ ফাত্তাহ, শেখ ফারুক আহমদ।

কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সহ সভাপতি এডভোকেট আব্দুর রহমান চৌধুরী, হাসিনা বেগম চৌধুরী ,অধ্যক্ষ মুহিবুর রহমান বুলবুল, মো. হেনা সিদ্দিকি, এম এ নাসির সুজা, যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুল বায়েছ, এডভোকেট জোহরা জেসমিন, মো. কবিরুল ইসলাম,কাউন্সিলর নাজনীন আক্তার কনা, আফিকুর রহমান আফিক, সাংগঠনিক সম্পাদক যুব উদ্যোক্তা মো. নজরুল ইসলাম,

 

প্রচার ও প্রকাশনা সম্পাদক আকলিছ আহমদ চৌধুরী, দপ্তর সম্পাদক মো. শাহ আলম, আইন বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন আহমদ চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক হেলাল উদ্দিন আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক দেওয়ান মাসুদ রাজা চৌধুরী, মেম্বারশীপ সেক্রেটারী এম এ মতিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শেখ তোফায়েল আহমেদ সেপুল, মহিলা বিষয়ক সম্পাদক শারমীন কবির, নারী ক্ষমতায়ন ও শ্রম বিষয়ক সম্পাদক শেলী দেব, ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক রোকসানা পারভীন, প্রকল্প প্রণয়ন সম্পাদক মো. মিজানুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক কয়েছ আহমদ সাগর,

 

যুব বিষয়ক সম্পাদক আমিন তাহমিদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. মুজাক্কির হোসাইন, ভোকেশনাল সার্ভিস সেক্রেটারী মো. হাবিবুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক রোজিনা চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক রোকশানা আহমদ পলি, স্বাস্থ্য সম্পাদক সৈয়দ মামুন আহমেদ, নির্বাহী সদস্য অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, অধ্যাপক শাহ মো. আতিকুল হক, এডভোকেট তারান্নুম চৌধুরী, মো. আশরাফ সিদ্দিকি, নেছার আহমদ, জান্নাতুল নাজনীন আশা, রাজু আহমদ, জেসমিন নাহার, ফারহানা বেগম, স্বর্ণালী খানম, আজিজুর রহমান, আব্দুস সহিদ, আফরুজ খান, ফাতেমা সুলতানা অন্না, জেনি বেগম চৌধুরী।

 

 

 

—বিজ্ঞপ্তি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।