Surma Times | Sylhet News

সিলেটের প্রথম অনলাইন সংবাদ পোর্টাল

৫০ কোটি টাকা ব্যয়ে রেডক্রিসেন্ট ট্রেনিং একাডেমির ভিত্তিপ্রস্থর স্থাপন

সুরমা টাইমস ডেস্কঃ

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় সদর দপ্তরে ৫০ কোটি টাকা ব্যয়ে ১০তলা বিশিষ্ট রেডক্রিসেন্ট ট্রেনিং একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) এটিএম আবদুল ওয়াহাব।

ভাইস চেয়ারম্যান মো: নুর উর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ট্রেজারার এম এ ছালাম, ব্যবস্থাপনা পর্ষদ সদস্য আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ, এডভোকেট শিহাব উদ্দিন শাহিনসহ পরিচালনা পর্ষদ সদস্যবৃন্দ । উদ্বোধন শেষে মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) এটিএম আবদুল ওয়াহাব বলেন, প্রশিক্ষণ একটি গুরুত্বপূর্ণ বিষয়।

 

প্রশিক্ষণ ছাড়া জ্ঞান অর্জন করা যায় না, তেমনি ব্যক্তিগত জীবনে সফলতা আসে না। এই ট্রেনিং একাডেমীর কার্যক্রম শুরু হলে বিভিন্ন বিষয়ের উপর ভলান্টিয়ারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রশিক্ষণ দেয়া সম্ভব হবে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।