কাউন্সিলর পদপ্রার্থী এস এম শওকত আমীন তৌহিদ’র মনোনয়নপত্র দাখিল
আসন্ন ২১শে জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১৯নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও বর্তমান কাউন্সিলর এস এম শওকত আমীন তৌহিদ মনোনয়নপত্র দাখিল করেছেন।
আজ সোমবার (২২শে মে) বিকাল ৩টায় সিলেট নির্বাচন কমিশনার কার্যালয়ের কর্মকর্তার কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিল শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, আগামী ২১শে জুনের নির্বাচনে আমার ওয়ার্ডবাসী যদি আমাকে পূনরায় কাউন্সিলর পদে নির্বাচিত করেন তাহলে ১৯নং ওয়ার্ডের অসম্পূর্ণ কাজগুলো আমি সম্পূর্ণ করবো।
মনোনয়নপত্র দাখিলের সময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
—বিজ্ঞপ্তি ।।