সিলেটে ফেনসিডিলসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার
সুরমা টাইমস ডেস্কঃ
সিলেটের কোম্পানিগঞ্জে ফেনসিডিলসহ মো. আইন উদ্দিন(২৯) নামে এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ী কোম্পানীগঞ্জের রণিখাই ইউনিয়নের নোয়াগাঁও বতুমারা গ্রামের মো. আবুল বারীর ছেলে।
আজ শনিবার (১৩ই মে) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর এসআই ইয়াকুব হোসের এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল কোম্পানীগঞ্জ থানার উত্তর রণিখাই ইউনিয়নের বতুমারা নোয়াগাঁও গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার ঘর তল্লাশী করে ৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশ।
সিলেট জেলার অপরাধ দমন, আসামি গ্রেফতার ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া মাদকের প্রসার রোধ, মাদক পরিবহন ও ব্যবসার কাজে জড়িত অপরাধীদের চিহ্নিতকরণ এবং গ্রেফতারে জেলা পুলিশ গুরুত্বের সঙ্গে কাজ করছে।
সিলেট জেলা পুলিশের সহকারি মিডিয়া ফোকাল পয়েন্টে কর্মকর্তা শ্যামল বণিক জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।