সাবেক অর্থমন্ত্রী মুহিত স্মরণে জেলা ও মহানগর যুবলীগের উদ্যোগে শোক সভা

সুরমা টাইমস ডেস্কঃ

 

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. জামাল উদ্দিন ভূইঁয়া বলেছেন, একজন ভাষা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা হিসেবে আবুল মাল আবদুল মুহিত বাংলাদেশের ইতিহাসের অংশ।

 

দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও আর্ন্তজাতিক অর্থনৈতিক ফোরামে বাংলাদেশের সম্পৃক্তি ও সমৃদ্ধিতে তিনি এক রূপান্তরের নায়ক। তিনি আরো বলেন ইতিহাস-ঐতিহ্য সচেতন আলোকিত গুণীজন একজন ন্যায়নিষ্ঠ, সজ্জন চিৎপ্রকর্ষবিদ ছিলেন তিনি। সরলতা, সততা ও সত্যকথনে এক জীবন্ত কিংবদন্তির নাম আবুল মাল আব্দুল মুহিত।

তিনি রবিবার (৩০ এপ্রিল) সিলেট জেলা পরিষদের হলরুমে মহান মুক্তিযুদ্ধের সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য, সিলেটের কৃতি সন্তান, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবলীগের আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

প্রধান বক্তার বক্তব্য রাখেন-সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান, প্রয়াত আবুল মাল আব্দুল মুহিতের ছোট ভাই এএমএম মুয়িজ সুজন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. আহমেদ আল কবির, সিলেট সিটি কর্পোরেশনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এড. আব্বাস উদ্দিন,

 

জেলা যুবলীগের সভাপতি ও ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ ভিপি, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুসফিক জায়গীরদার, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ, জেলা যুবলীগ নেতা, আনোয়ার আলী, সুজিত চৌধুরী, শামস উদ্দিন, খালেদ আহমদ চৌধুরী, সুবেদুর রাহমান মুন্না, সুলতান মাহমুদ সাজু, আমিনুল ইসলাম সুহেল, সুহেল আহমদ জুবেল, রেজাউল ইসলাম রেজা, লোকমান আহমদ,

 

সাজলু লস্কর, কামরুল ইসলাম শাহিনুজ্জামান শাহিন, জাকারিয়া আহমদ, পারভেজ আহমদ, মাসুদ পীর, রফিকুল ইসলাম, এডভোকেট সারোয়ার মাহমুদ, সরোয়ার আহমদ চৌধুরী, আল-আমিন আরিয়ান, রেদওয়ান আহমদ বাপ্পি, ফারুক আহমদ সুমন, সাকারিয়া হোসেন সাকির, এমদাদ হোসেন ইমু, মনিরুল হক পিনু, রুহুল আমিন, রুপম আহমদ, মাসুদ পীর, রফিকুল ইসলাম, এডভোকেট সারোয়ার মাহমুদ, সরোয়ার আহমদ চৌধুরী প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।