শ্রীহট্ট সংস্কৃত কলেজে আয়ুর্বেদিক প্র্যাক্টিশনার্স প্রশিক্ষণ কোর্সে ভর্তি হতে আগ্রহীদের জ্ঞাতার্থে

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বোর্ড অব ইউনানী এ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেমস অব মেডিসিন-এর অধীনে ইউনানী এ্যান্ড প্র্যাক্টিশনার্স অর্ডিন্যান্স ১৯৮৩ এর ২৪ ধারার অধীনে স্বীকৃতিপ্রাপ্ত শ্রীহট্ট সংস্কৃত কলেজ আয়ুর্বেদিক বিভাগ সিলেটে বাংলা মাধ্যমে ২০২৩ সালে ৯০ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সে
শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

 

ভর্তির নিয়মাবলী, প্রশিক্ষণার্থীর বয়স: সর্বনিম্ন ২৫ বছর এবং আয়ুবের্দ পেশায় অভিজ্ঞতা। ভর্তি হতে যে সকল প্রয়োজনীয় কাগপত্রাদি লাগবে।

১. প্রশিক্ষণার্থীর শিক্ষা সনদ,

২. জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র,

৩. অভিজ্ঞতার প্রমাণপত্র,

৪. চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার কর্তৃক জাতীয়তা ও চারিত্রিক সনদপত্র,

 

৫. সাম্প্রতিক তোলা সরকারি গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি ৪ কপি ছবি স্টাম্প সাইজের ছবি ২ কপি।

 

আগ্রহীরা ভর্তি বিষয়ে জানতে হলে শ্রীহট্ট সংস্কৃত কলেজ সিলেট-এর প্রভাষক অরুন চক্রবর্ত্তী, মোবাইল নাম্বার ০১৭১২-২৯৮৯৮৭, এবং শ্রীহট্ট সংস্কৃত কলেজ সিলেট-এর আয়ু: বিভাগীয় প্রধান ও প্রভাষক বিদ্যুৎ জ্যোতি চক্রবর্ত্তী, মোবাইল নাম্বার ০১৭১০-৮৮৮২১২ এ যোগাযোগ করতে বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়েছে।

 

শ্রীহট্ট সংস্কৃত কলেজ সিলেট-এর অধ্যক্ষ ড. দিলীপ কুমার দাশ চৌধুরী অ্যাডভোকেট স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

 

—বিজ্ঞপ্তি ।।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।