রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে- আসাদ উদ্দিন আহমদ


সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থী আসাদ উদ্দিন আহমদ বলেছেন, সিয়াম সাধনার মাস হচ্ছে রমজান। রমজান বিশ্ব মানবতার জন্য রহমত বয়ে আনে।

তাই রমজানের গুরুত্ব অপরিসীম। পবিত্র মাহে রমজানের শিক্ষা সমাজের সব মানুষের কল্যাণে ও সমাজ বিনির্মাণে ভূমিকা রাখে।
তিনি শুক্রবার (১৪ এপ্রিল) নগরীর আখালিয়া এলাকায় টাইলস গার্ডেন এর স্বত্বাধিকারী মো. সামিউল ইসলাম এর উদোগে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক লীগের কার্যনির্বাহী সদস্য ও সিলেট মহানগর জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক, শ্রম আদালত সিলেট এর শ্রমিক প্রতিনিধি নাজমুল আলম রোমেন, জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর নির্মান শ্রমিক ট্রেড ইউনিয়ন রেজিঃ নং ৩১ এর সভাপতি মাসুম আহমেদ তারেক, সহ সাধারণ সম্পাদক গাজী মিজান, কোষাধক্ষ্য রিপন হাওলাদার,

জালালাবাদ থানা আঞ্চলিক শাখার কমিটির সভাপতি নিজাম উদ্দিন, সাধারন সম্পাদক সেলিম আহমেদ, মহানগর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, মিলন আহমদ, রুবেল আহমদ। এছাড়াও বিভিন্ন সামাজিক রাজনৈতিক, পেশাজীবি শ্রমজিবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

 

—বিজ্ঞপ্তি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।