উৎসবমুখর পরিবেশে হবিগঞ্জ জেলা এডভোকেট সমিতির নির্বাচন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার::

 

হবিগঞ্জ জেলা এডভোকেট সমিতির বার্ষিক নির্বাচন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে সাবেক সভাপতি এডভোকেট আবুল মনসুর আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন। বর্তমান সম্পাদক এডভোকেট আব্দুল মোছাব্বির বকুল টানা ২য় বারের ন্যায় নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৬৫৫ জন ভোটারের মাঝে ভোট প্রয়োগ করেন ৫৫৩জন।

রাতে প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আব্দুর রউফ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সভাপতি পদে এডভোকেট আবুল মনসুর ৩১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্ধি এডভোকেট সফিকুল ইসলাম পান ১৯৩ ভোট। অপর প্রার্থী মুরলী ধর দাস পান ৩৮ ভোট।

সাধারন সম্পাদক পদে এডভোকেট আব্দুল মোছাব্বির বকুল ২৯৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন চৌধুরী পান ১৪০ ভোট এবং অপর প্রার্থী এডভোকেট এ কে এস এম মোজাম্মেল পান ১১৪ ভোট।

নির্বাচনে সহ-সভাপতি পদে এডভোকেট আব্দুস সবুর তরফদার ২৫৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্ধি এডভোকেট শরদিন্দু ভট্টাচার্য্য পান ১৭২ ভোট। যুগ্ম-সাধারন সম্পাদক দেওয়ানী পদে এডভোকেট ছারওয়ার রহমান চৌধুরী ৩১৬ ভোট পেয়ে নির্বাচিত হন।

তার প্রতিদ্বন্ধি এডভোকেট জন্টু চন্দ্র দেব পান ২৩১ ভোট। যুগ্ম- সাধারন সম্পাদক ফৌজদারী পদে এডভোকেট কামরুল হাসান চৌধুরী ২৮১ ভোট পেয়ে নির্বাচিত হন। তান প্রতিদ্বন্ধি মিজানুর রহমান চৌধুরী পান ২৬৭ ভোট। ক্রীড়া ও সামাজিক উন্নয়ন সম্পাদক পদে মুজিবুর রহমান চৌধুরী ২৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন।

তার প্রতিদ্বন্ধি এডভোকেট আশিক মিয়া পান ২৪৯ ভোট। লাইব্রেরী ও সাংস্কৃতিক সম্পাদক পদে এডভোকেট আয়াতুল ইসলাম ২৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্ধি এডভোকেট আসাদুজ্জামান পান ২৬৮ ভোট। সিনিয়র সদস্য পদে এডভোকেট উবায়েদুল্লাহ(৪১৩),

এডভোকেট আব্দুল কাইয়ুম(৪০৯), এডভোকেট ফয়সল আহমেদ চৌধুরী (৩৯০) ও এডভোকেট আশরাফুল আলম (৩৬৯) নির্বাচিত হন। এই পদে পরাজিত হন এডভোকেট মিহির কান্তি চক্রবর্তী (২৪৬) ও এডভোকেট ফারুকুর রহমান (১০৭)। নির্বাচনে জুনিয়র সদস্য পদে এডভোকেট ইকবাল হোসেন ভূইয়া, এডভোকেট মুর্শেদুজ্জামান লুকু ও এডভোকেট ইমরান চৌধুরী এবং মহিলা বিষয়ক সম্পাদক পদে তাসলিমা আক্তার হ্যাপী বিনা প্রতিদ্বন্ধিতায় পূর্বেই নির্বাচিত হন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।