লালাবাজারে ব্র্যাকের মানব পাচার বিষয়ক সভা অনুষ্ঠিত

সুরমা টাইমস ডেস্কঃ

 

সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে ব্র্যাকের উদ্যোগে মানব পাচার প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ের সিটিসি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ এপ্রিল) দুপুরে লালাবাজার ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ডিস্ট্রিক্ট ম্যানেজার শুভাষীষ দেবনাথ-এর সভাপতিত্বে সিটিসি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোয়াজিদুল হক তুহিন। তিনি বলেন,‘ আইন করে মানবপাচার বন্ধ করা যাবে না। মানব পাচারের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। গণসচেতনতাই মানব পাচার প্রতিরোধে সফলতা আনতে পারে।

 

যারা বিদেশ যাবেন, তারা আগে এজেন্সি সম্পর্কে খোঁজ নিবেন। সমাজের সচেতন মানুষদের সঙ্গে আলাপ করবেন। এতে আপনি বৈধ পথে নিরাপদে বিদেশে যেতে পারবেন। কোনো প্রতারণা বা মানবপাচারের শিকার হবেন না।’

মানব পাচার বিষয়ক সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালাবাজার ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মো. আব্দুল লতিফ, বাংলা টিভি ও দৈনিক যায়যায়দিনের সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান কাইয়ুম উল্লাস।

সভায় উপস্থিত ছিলেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সেক্টর স্পেশালিস্ট ইকোনোমিক রিইন্টিগ্রেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, ব্র্যাকের কাউন্সেলর পংকজ গোস্বামী, লালাবাজার ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য মো. বেলাল মিয়া, ৩ নং ওয়ার্ডের সদস্য মোক্তার আহমদ, লালাবাজার ইউপি সদস্য মো. আব্দুল কাদির, মোছা. হাছনা আক্তার, মো. ইছহাক আলী, হোসাইন মিয়া, লালাবাজার ইউনিয়ন পরিষদের সচিব হেলাল উদ্দিন, লালাবাজার ইউনিয়নের কৃষি কর্মকর্তা অর্নব কর চৌধুরী প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।