Surma Times | Sylhet News

সিলেটের প্রথম অনলাইন সংবাদ পোর্টাল

হক সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন সভাপতি আয়াতুল ইসলাম, সম্পাদক গোবিন্দ রায়

সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ হক সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির ২০২৩-২৪ সালের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। (৩০ মার্চ) বৃহস্পতিবার ব্যবসায়ীদের উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হক সুপার মার্কেটের নিচ তলায় দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে।

সভাপতি নির্বাচিত হয়েছেন খাঁন জুয়েলার্স এর স্বত্বাধীকারী হাজী মো: আয়াতুল ইসলাম খান, সহ-সভাপতি পদে অপুর্ব জুয়েলার্স এর স্বত্বাধীকারী মো: হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক পদে নিউ সিলেট ভেনাস জুয়েলার্স এর স্বত্বাধীকারী গোবিন্দ রায়, সহ-সাধারণ সম্পাদক পদে মীম জুয়েলার্স এর স্বত্বাধীকারী মো: জামাল আহমদ।

নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আলহাজ্ব খোরশেদ আলম, মো: মানিক খান, এ. প্রবীর সিংহ, জামাল উদ্দিন আহমদ, মুমিনুল হক মুহিব। নির্বাচনে সার্বিক তত্তা¡বধানে দায়িত্ব পালন করেন শেখ মোহাম্মদ হুমায়ুন কবির।

এসময় হক সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নির্বাচিত প্রতিনিধিরা ব্যবসায়ীদের কল্যাণে কাজ করবে বলে জানান।

 

=বিজ্ঞপ্তি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।