সিলেটে দুবাই প্রবাসীর হত্যাকারীদের শাস্তি দাবিতে মানববন্ধন
সুরমা টাইমস ডেস্কঃ
সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের বসন্তারা গ্রামের দুবাই প্রবাসী সাজ্জাদ আলীর হত্যাকারীদেরকে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেছেন এলাকাবাসী। আজ শুক্রবার বাদ জুমা ইউনিয়নের বসন্তারা গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা এ দাবি জানান।
নির্মমভাবে নিহত বসন্তারা গ্রামের প্রবাসী সাজ্জাদ আলীর বাড়ির সামনের মাঠে এলাকার বিশিষ্ট মুরুব্বি সিদ্দিক আলীর সভাপতিত্বে মানববন্ধনকালে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কান্দিগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মনাফ।
ইমরান উদ্দিন শুকুরের পরিচালনায় উক্ত মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বী একরামুল হক, মাওলানা বাকি বিল্লাহ, জোয়াদ আলী , ফারুক মিয়া, আমোরিকা প্রবাসী হাজী আব্দুল খালিক , আরশ আলী, নজরুল ইসলাম, আব্দুর রউফ , আজিজুল মিয়া , বাবুল মিয়া , সুনু মিয়া, হোসেন আহমদ, কাওসার মিয়া, আমির হক, রফিক আহমদ, শাহাব উদ্দিন, শামসুল ইসলামসহ মুরব্বী যুবকসহ এলাকাবাসী।
সমাবেশে বক্তারা প্রবাসী সাজ্জাদ আলীর হত্যাকান্ডকে ভয়াবহ ঘটনা আখ্যায়িত করে বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে সমাজের স্বাভাবিক মানবিক পরিবেশের অবসান হবে। যা কোন ভাবেই কাম্য নয়।
সামাজিক শান্তি-শৃংখলা বহাল রাখার স্বার্থে হত্যাকারীদেরকে দৃষ্টান্তমুলক শাস্তি দিতে হবে। এজন্যে গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনের সর্বস্তরের সংশ্লিষ্টদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন আমাদের কাম্য।
উল্লেখ্য গত ২০ ফেব্রুয়ারী দুবাই প্রবাসী সাজ্জাদ আলীর বস্তাবন্দী লাশ টেকনিক্যাল রোডে সুরমা নদীর চরে পাওয়া যায়। পরে হত্যার অভিযোগে তার আপন দুই ভাইকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করে।