ট্রাফিক বিভাগ, এসএমপি, সিলেট কর্তৃক ভাল কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার প্রদান অনুষ্ঠান
অদ্য ১৬/০৩/২০২৩ খ্রিঃ তারিখে সড়কের শৃঙ্খলা রক্ষা ও সড়ক দূর্ঘটনা রোধে মহানগরবাসীকে ট্রাফিক আইনের প্রতি উৎসাহিত করতে ট্রাফিক বিভাগ, এসএমপি, সিলেট কর্তৃক ০৭ জন ট্রাফিক পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে।
জনাব মোহাম্মদ আবদুল ওয়াহাব, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), এসএমপি, সিলেট এর উপস্থিতিতে নিয়মিত ডিউটি পালনের পাশাপাশি প্রসিকিউশন দাখিল ও ভাল কাজের স্বীকৃতি স্বরূপ টিআই/ জনাব নীহার রঞ্জন সিংহ, সার্জেন্ট/সঞ্জয় কুমার বিশ্বাস, টিএসআই/শাহীন কবির, টিএসআই/ মোঃ শাহজাহান, এটিএসআই/আব্দুল আমিন,
কং/ মোঃ ইউসুফ আলী, কং/আব্দুর রাজ্জাক, কং/ বিষ্ণু কুমার সিংহ কে অর্থ পুরস্কার প্রদান করা হয়।
=বিজ্ঞপ্তি ।।