বইপড়া উৎসবের সমাপনী শনিবার

সুরমা টাইমস ডেস্কঃ

‘জেলা পরিষদ,সিলেট-ইনোভেটর বইপড়া উৎসব ২০২২-২৩‘ আসরের পুরস্কার প্রদান এবং সমাপনী অনুষ্ঠান আগামী ১১ মার্চ, শনিবার অনুষ্ঠিত হবে। ঐদিন বিকেল ৩ ঘটিকায় নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে বর্ণাঢ্য এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এতে বইপড়া উৎসবে অংশগ্রহণকারী শিক্ষার্থীর হাতে সনদপত্র তুলে দেয়ার পাশাপাশি  ১১ জন বিজয়ীদের হাতে শ্রেষ্ঠ এবং সেরা পাঠকের পুরস্কার তুলে দেয়া হবে। অনুষ্ঠানে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, সমাপনী অনুস্টানকে সফল  করে তুলতে আয়োজকদের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি চলছে। দফায় দফায় চলছে সভা।

বইপড়া উৎসবের প্রধান উদ্যেক্তা এবং ইনোভেটর এর নির্বাহী সঞ্চালক প্রণবকান্তি দেব জানান, সংগঠনের স্বেচ্ছাসেবীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে দিন রাত কাজ করছেন। তিনি জানান, মুক্তিযুদ্ধের বই নিয়ে এটি সিলেট তথা বাংলাদেশের একমাত্র এবং বৃহৎ আয়োজন।

 

বইপড়া উৎসবের প্রধান উদ্যেক্তা এবং ইনোভেটর এর মুখ্য সঞ্চালক, সিটি কাউন্সিলর রেজওয়ান আহমদ জানান, আগামী শনিবার অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানে সিলেট মহানগরসহ বিভিন্ন প্রত্যন্ত উপজেলার ৭০ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন।

উল্লেখ্য যে, গত বছরের ২০ ডিসেম্বর এ বইপড়া উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীরা নির্বাচিত বইটি গ্রহণ করে। পরবর্তীতে গত ২৪ ফেব্রুয়ারি শিক্ষার্থীরা উক্ত বই থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেয়। আগামী ১১ মার্চ পুরস্কার প্রদানের মাধ্যমে চলতি আসরের সমাপনী অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।