১০ মার্চ জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের ৩য় জেলা সম্মেলন সফল করার আহবান

‘আন্তঃসাম্রাজ্যবাদী যুদ্ধের বিরুদ্ধে রুখে দাঁড়ান, জাতীয় গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামকে বেগবান করুন’ এই শ্লোগানকে সামনে রেখে আগামী ১০ মার্চ ২০২৩ শুক্রবার বিকাল ৪ টার সময় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট—এনডিএফ মৌলভীবাজার জেলা শাখার ৩য় সম্মেলন মৌলভীবাজার পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল(অবঃ) এম জাহাঙ্গীর হুসাইন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান কবির, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির সভাপতি এডভোকেট কুমার চন্দ্র রায় ও সুনামগঞ্জ জেলা কমিটি সভাপতি রত্নাঙ্কুর দাশ।

 

উক্ত সম্মেলন সফল করার জন্য জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি শহীদ সাগ্নিক ও সাধারণ সম্পাদক রজত বিশ্বাস এক যুক্ত বিবৃতিতে সংগঠনের শরিক সংগঠন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ ও গণতান্ত্রিক মহিলা সমিতির নেতাকর্মীসহ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি আহবান জানিয়েছেন।

 

 

=বিজ্ঞপ্তি ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।