সিলেটে ‘প্রেমঘটিত কারণে’ বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা!
নিজস্ব প্রতিবেদক::
প্রেমঘটিত কারেণে সিলেট মেট্রোপলিটন ইউনিভাসির্টির ছাত্রী শর্মী রানী নাথ (২০) আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার বেলা ৩টায় টিলাগড় এলাকার সৈয়দ মঞ্জিল মহিলা হোস্টেল থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে শাহপরান থানা পুলিশ। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতেই শর্মীর বাবা দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের শতেন্দ্র চন্দ্র নাথ বাদি হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
প্রেমের সম্পর্কের অবনতির জেরে শর্মী রানী নাথ (২০) আত্মহত্যা করতে পারেন বলে ধারণা পুলিশের। আত্মহত্যার কারণ খুঁজতে গিয়ে এক তরুণের সঙ্গে থাকা সম্পর্কের বিষয়টি পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
বৃহস্পতিবার মরদেহ উদ্ধারের সময় শর্মীর বিছানা থেকে ১০ টি ঘুমের ওষুধ উদ্ধার করে পুলিশ।
শর্মী সিলেটর মেট্রোপলিটন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইলেকট্রনিক্স বিভাগের ২য় বর্ষের ছাত্রী ছিলেন। তিনি টিলাগড় এলাকার ওই নারী হোস্টেলের ২য় তলায় বছরখানেক ধরে ভাড়া থাকতেন।
আজ শুক্রবার (৩রা মার্চ) এমন তথ্য জানিয়েছে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, শর্মীর সঙ্গে এক তরুণের প্রেমের সম্পর্ক ছিল। আত্মহত্যার আগের কয়েকদিন বিষন্ন ছিলেন শর্মী। কারো সঙ্গে তেমন কথাও বলতেন না। রাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতেন। বৃহস্পতিবার মরদেহ উদ্ধারের সময় শর্মীর বিছানা থেকে ১০টি ঘুমের ওষুধও পাওয়া গেছে।
তিনি বলেন, এ ঘটনায় বাবা অপমৃত্যুর মামলা করেছেন। আজ শুক্রবার (৩রা মার্চ) বিকেলে ময়নাতদন্ত শেষে মরদেহ সৎকারের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।