“কবিতার মাঝে তুমি” ও “আত্মদর্শন” বই দু’টির মোড়ক উন্মোচন করলেন শেখ ছালাউদ্দিন ছালু

এনপিপি’র প্রেসিডিয়াম সদস‌্য এবং ন‌্যাশনাল পিপলস মহিলা পার্টি’র সভানেত্রী কবি ও গল্পকার ফেরদৌসী আক্তার (নীলা মল্লিক) এর লেখা ১৩ তম গ্রন্থ “কবিতার মাঝে তুমি” এবং সুফী কবি সৈয়দা রেহানা পারভীন এর প্রথম কাব্যগ্রন্থ “আত্মদর্শন”। ভাবনা প্রকাশ থেকে প্রকাশিত বই দু’টি গতকাল অমর একুশে গ্রন্থ মেলার শেষ দিনে বাংলা একাডেমির গ্রন্থ উন্মোচন মঞ্চে, মোড়ক উন্মোচন করেন, ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি’র চেয়ারম্যান ও গণতন্ত্র বিকাশ মঞ্চের সমন্বয়ক জাতীয় নেতা-শেখ ছালাউদ্দিন ছালু।

এ সময় উপস্থিত ছিলেন এনপিপি’র প্রেসিডিয়াম সদস্য ও গণতন্ত্র বিকাশ মঞ্চের মুখপাত্র, কবি ও প্রকাশক ছাবের আহাম্মদ (কাজী ছাব্বীর) এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশ্ব সাহিত্য কেন্দ্রের গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মো. আব্দুল হাই, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’র সভাপতি একেএম মহিউদ্দিন আহমেদ বাবলু, ভাষাবিদ কবি ও গবেষক জাতীয় কবিতা মঞ্চের সভাপতি মাহমুদুল হাসান নিজামী, এনপিপির প্রেসিডিয়াম সদস্য সেলিম মাহমুদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি,

ঢাকা মহানগরীর সভাপতি ও প্রবীণ লেখক – বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন, ভাবনা প্রকাশ সাহিত্য পরিষদ এর সভাপতি ছন্দ সম্রাট- শাহী সবুর, ভাবনা মিডিয়া ভিশন এর চেয়ারম্যান কবি ফেরদৌসী আক্তার (নীলা মল্লিক), ভাবনা মিডিয়া ভিশন এর পরিচালক সুফী কবি সৈয়দা রেহানা পারভীন, কবি মাহমুদা সুলতানা,

খ্যাতনামা বাচিকশিল্পী ও কবি লাবন্য সীমা, কবি জি.এম কৃষ্ণা শর্মা, ভাবনা মিডিয়া ভিশন এর উপস্থাপক কণ্ঠশিল্পী সুবর্না পারভীন মিলি এবং এনপিপি ঢাকা জেলা (উত্তর) এর সভাপতি মাওলানা ইসরাফিল হোসেন সাভারী, পুলিশ ইন্সপেক্টর (অব:) খন্দকার শাহজাহানসহ অন্যান্য কবি সাহিত্যিকগণ।

 

 

=বিজ্ঞপ্তি ।।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।