দক্ষিণ সুরমায় হীড বাংলাদেশ’র যক্ষ্ম রোগ বিষয়ে উঠান বৈঠক
দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উদ্যোগে হীড বাংলাদেশ এর সহযোগীতায় ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলার তেতলী ইউনিয়নের দক্ষিণ বলদীস্ত অবপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ফরিদ আহমদের বাসভবনে যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচীর আওতায় সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে অবপ্রাপ্ত ট্রেজারি রেজিস্টার মুরুব্বি ফরিদ আহমদের সভাপতিত্বে ও টি,এল, সি, এ মোঃ শরীফ মিয়া’র পরিচালনায় বৈঠকে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা প্রেসক্লাব সিলেটের কোষাধ্যক্ষ ও বলদী কমিউনিটি ক্লিনিকের সাপোর্ট কমিটির সহ সভাপতি শরীফ আহমদ, ক্লিনিক সিএইচসিপি নজরুল ইসলাম,
সদস্য ও বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক সাজিয়া খানম, কমিউনিটি গ্রুপের সদস্য সাজ্জাদ মিয়া, হীড বাংলাদেশ দক্ষিণ সুরমা উপজেলার টি, সি, এ সঞ্চয় ঘোষ, এফ ও ইসমাইল হোসেন, শিক্ষার্থী সারওয়ার হোসেন তুহিন,নাহিদ আহমদ প্রমুখ।
=বিজ্ঞপ্তি ।