অমর একুশে বইমেলায় ‘বিজ্ঞানের নব নব আবিষ্কার’ গ্রন্থের মোড়ক উন্মোচন
বাংলা একাডেমির জাতীয় অমর একুশে বইমেলায় বিশিষ্ট ছড়াকার আসলাম সানী বলেছেন, ‘নতুন প্রজন্মকে বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। এজন্য অভিভাবকদের ভূমিকা রাখা আবশ্যক।’
তিনি গত শনিবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলায় গ্রন্থ উন্মোচন মঞ্চে লেখক হিমাংশু রায় হিমেলের ‘বিজ্ঞানের নব নব আবিষ্কার’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক সচিব, কবি ও অভিনেতা পীরজাদা হারুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জিল্লুর রহমান, কবি সানজিদা হক।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- বইটির প্রকাশক বাসিয়া প্রকাশনীর নোয়াব আলী, অ্যাডভোকেট আব্দুল মালেক, মিঠু বিশ্বাস, সাইন্টিস্ট রাসেলসহ বিশিষ্ট কবি-সাহিত্যিকগণ।
অনুষ্ঠানে লেখক বইটি প্রকাশ করতে পেরে তার অনুভূতিব্যক্ত করেন।
-বিজ্ঞপ্তি