সুরমা টাইমস ডেস্ক :
ফিলিস্তিনে দখলদার ইসরাইলী কর্তৃক বর্বর গণহত্যার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল। সোমবার বিকেলে নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় উক্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কাউন্সিলের সিলেট শাখার সভাপতি এডভোকেট মোঃ আলীম উদ্দীনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ আব্দুল খালিকের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সেক্রেটারী এডভোকেট মোঃ আব্দুর রব, যুগ্ম সম্পাদক এডভোকেট জামিল আহমদ রাজু,
যুগ্ম সম্পাদক এডভোকেট মোঃ আজীম উদ্দীন, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সহ-সভাপতি এডভোকেট মোঃ শফিকুল ইসলাম, এডিশনাল জিপি এডভোকেট নাজমুল হুদা, এডভোকেট মাসহুদ আহমদ মহসিন,
ব্যারিষ্টার আবুল ফজল, এপিপি এডভোকেট জুনেদ আহমদ, এপিপি এডভোকেট মইনুল ইসলাম, এপিপি এডভোকেট নাজমুল ইসলাম ও এডভোকেট সোলেমান আলী।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী এডভোকেট সেলিম মোঃ আলী আসগর, এডভোকেট দেলোয়ার হোসেন, এডভোকেট মকসুদ আহমদ, এপিপি এডভোকেট আবজল মিয়া তালুকদার, এপিপি কাজী আতিকুল ইসলাম, এপিপি এডভোকেট আব্দুল গফফার,এডভোকেট মোঃ আব্দুল্লাহ, এডভোকেট দেলোয়ার হোসেন,
এডভোকেট মুমিনুজ্জামান, এডভোকেট আসাদুর রহমান, এডভোকেট জিয়াউর রহমান ও এডভোকেট মাহবুবুর রহমান প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ফিলিস্তিনে বিশ^ মানবতার চরম বিপর্যয় চলছে। বোমার সাথে মানুষের ছিন্নভিন্ন দেহ আকাশে উড়ছে। এমন নৃশংস গণহত্যায় জাতিসংঘের নিরব ভূমিকায় আমরা ব্যথিত ও ক্ষুব্ধ। মুসলমানদের হত্যা করলে কোন মানবাধিকার থাকে না!
বিশ্ব মোড়লেরা মুসলমানদের মানুষই মনে করে না। তাদের বিরুদ্ধে মুসলিম উম্মাহ গর্জে উঠলে কেউ রক্ষা পাবে না।
ইহুদিদের প্রতি নতজানু নীতি পরিহার করে ইসলামী আদর্শে অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে তিনি ইসলামী রাষ্ট্র প্রধান এবং ওআইসি’র প্রতি আহ্বান জানান তারা।