বিদেশ পাঠানোর নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের মূলহোতা মোঃ নান্না হাওলাদার গ্রেফতার
রাজধানীর বাড্ডা থানাধীন মধ্য বাড্ডা এলাকা হতে মানব পাচারের নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের মূলহোতা মোঃ নান্না হাওলাদার (৪৩), পিতা-মোঃ গোলাম মোস্তফা হাওলাদার, সাং-হাজারবিগা, থানা-বরগুনা সদর, জেলা-বরগুনাকে ২২/০২/২০২৩ তারিখ ১৭৫০ ঘটিকায় গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
অধিনায়ক বলেন, ধৃত আসামীর জনশক্তি রপ্তানীর কোন বৈধ লাইসেন্স নেই। সে দেশের বিভিন্ন এলাকায় পিছিয়ে পড়া সাধারন মানুষকে বিদেশে উচ্চ বেতনে চাকুরী, বছরে দুটি বোনাস, থাকা খাওয়া ফ্রীসহ চাকুরী দেওয়ার লোভনীয় কথাবার্তা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। যখন কোন ভিকটিম তার কথায় রাজি না হয় তখন সে তার আরও অন্যান্য সহযোগীদের সহায়তায় মোবাইল ফোনের মাধ্যমে ভিকটিমের সাথে যোগাযোগ করে তাকে লোভনীয় কথাবার্তা বলতে থাকে।
লোভনীয় কথাবার্তায় ভিকটিম তাদের বিশ্বাস করতে শুরু করে এবং পরবর্তীতে ভিকটিমকে তাদের অস্থায়ী অফিসে ডেকে নিয়ে আসে। সেখানে নিয়ে ভিকটিমের সাথে রোমানিয়াসহ অন্যান্য দেশে যাওয়ার কথা বলে চুক্তি করে এবং তাদের নিকট হতে পাসপোর্ট ও অগ্রিম টাকা জমা নেয়। পর্যায়ক্রমে ভিকটিমকে ফোন দিয়ে জানায় তার ভিসার কাজ দ্রুত শেষ করতে আরও টাকা দিতে হবে। এভাবে ভিকটিমদের নিকট হতে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে থাকে।
এরপর ভিকটিমকে বিদেশ না পাঠাতে পারায় তাদের অফিসে গেলে তারা ভিকটিমকে প্রাণনাশের হুমকি প্রদান করে এবং অফিস থেকে বের করে দেয়। উক্ত চক্র এভাবে দেশের পিছিয়ে পড়া মানুষকে বিদেশ পাঠানোর নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করে আসছে। এসকল অপরাধীদের বিরুদ্ধে র্যাবের সাড়াঁশি অভিযান অব্যাহত থাকবে।
ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।