নগরীর করেরপাড়া থেকে রিকশা চালকের মরদেহ উদ্ধার
সংবাদ দাতা উজ্জল, ইমাম উদ্দিন(নব মুসলিম) (২৮) পিতা-মৃত সুনিল রায়, সাং-দত্তগ্রাম, পোঃ নবীগঞ্জ, থানা- নবীগঞ্জ, জেলা-হবিগঞ্জ
বর্তমানে সাং-গোয়াবাড়ী, করেরপাড়া (আশু মিয়ার ভাড়া বাসা), থানা- জালালাবাদ, জেলা-সিলেট জাতীয় জরুরী সেবা-৯৯৯ এর মাধ্যমে জানান যে, ঘটনাস্থল তাহার বড় ভাই সুবল রায় @ আব্দুর রহমান (নব মুসলিম) (৩৫) পেশায় একজন রিক্সা চালক।
তিনি ভাড়ায় বিভিন্ন মালিকের রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন এবং ভিকটিমের নিম্নবর্ণিত বর্তমান ঠিকানার জনৈক রশিদ মোল্লার গ্যারেজের এক পাশের একটি টিনসেড রুমে মাসিক ভাড়ায় একাই বসবাস করতেন। গত ১৫/০২/২০২৩ইং তারিখ প্রতিদিনের ন্যায় রিক্সা চালানো শেষে রাতের অজ্ঞাত যেকোন সময়ে ঘটনাস্থল অত্র জালালাবাদ থানাধীন কুচারপাড়া সাকিনস্থ জনৈক রশিদ মোল্লার গ্যারেজের ভাড়া বাসার রুমে ঘুমিয়ে পড়েন। পরবর্তীতে অদ্য ১৯/০২/২০২৩ইং তারিখ দুপুর অনুমান ১২:৩০ ঘটিকার দিকে বর্ণিত গ্যারেজের মালিক সহ অন্যান্য লোকজন ভিকটিম সুবল রায় @ আব্দুর রহমান (নব মুসলিম) (৩৫) কে ডাকা-ডাকি করলে কোন প্রকার সাড়া শব্দ না পেয়ে তাদের মনে সন্দেহ তৈরী হয়।
পরে বিষয়টি গ্যারেজের মালিক ভিকটিমের ভাইকে মোবাইল ফোনে অবগত করলে সে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়া জাতীয় জরুরী সেবা-৯৯৯ এ ফোন দিলে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বর্ণিত রুমের তালা ভাঙ্গিয়া রুমে প্রবেশ করে ভিকটিম সুবল রায় , আব্দুর রহমান (নব মুসলিম) (৩৫) এর লাশ বর্ণিত রুমের মাটির মধ্যে ঢালাই বেডে মুখ দিয়ে রক্ত প্রবাহিত ও জিহবা দাঁত দিয়া চেপে ধরাবস্থায় উপত হয়ে পড়াবস্থায় দেখেন। অতঃপর ঘটনাস্থলে উপস্থিত সিয়েরা-২১ পার্টির অফিসার এসআই(নিঃ) পীযুষ কান্তি দাস ভিকটিমের মৃত দেহ উলট-পালট করে দেখে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করতঃ লাশ ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি।
ভিকটিম সুবল রায় , আব্দুর রহমান (নব মুসলিম) (৩৫) এর লাশ ময়না তদন্তের অপেক্ষায় বর্তমানে উক্ত হাসপাতালের হিমাগারে রহিয়াছে। উক্ত ঘটনায় ভিকটিমের আত্মীয় স্বজনের প্রাথমিক ধারণা যে ভিকটিম সুবল রায় , আব্দুর রহমান (নব মুসলিম) (৩৫) গত ১৫/০২/২০২৩ইং তারিখ রাত হতে অদ্য ১৯/০২/২০২৩ইং তারিখ দুপুর ১২:৩০ ঘটিকার পূর্ববর্তী যেকোন সময় ঘটনাস্থলে অজ্ঞাত কারণে মৃত্যুবরণ করিয়াছেন। উক্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিষয়টি নিশ্চিত করেছেন এসআই/পিযুষ কান্তি দাস, জালালাবাদ থানা, এসএমপি, সিলেট।
=বিজ্ঞপ্তি ।।