বিয়ানীবাজারে ছাত্র জমিয়তের উদ্যোগে এইচ এসসি ও আলিম কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখার উদ্যোগে এইচ এসসি ও আলিম পরিক্ষায় উত্তীর্ণদের সম্মানে সংবর্ধনা ও ভাষা শহীদ্দের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১৬ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বাদ মাগরিব দক্ষিণ বিয়ানীবাজারস্থ দলীয় কার্যালয়ে উপজেলা সভাপতি আব্দুল্লাহ এর সভাপতিত্বে,সহ সভাপতি কিবরিয়া আহমদ ও সাধারণ সম্পাদক জাহিদ আহমদ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম লন্ডন মহানগরীর মুহতারাম যুব বিষয়ক সম্পাদক মাওলানা নাসির উদ্দীন আহমদ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক মাওলানা শিহাব উদ্দিন।
বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন,নর্থ ইস্ট ইউকে জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আখতারুজ্জামানন।
বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক,প্রবাসী সম্পাদক কামরুল হাসান।
অনুষ্ঠানে বক্তারা এইচ এসসি ও আলিম কৃতি শিক্ষার্থীদের উজ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং তারা যেন জমিয়তের ছাঁয়াতলে থেকে দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত থাকেন।
নেতৃবৃন্দরা আরো বলেন, ভাষা আন্দোলনের এ মাসে যারা ভাষার জন্য আত্মবিসর্জন দিয়েছেন আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং তাদের সেই আত্মত্যাগের কথা স্মরণ করে আমাদেরকে বাংলা সাহিত্যের চর্চা করবো।
এসময় উপস্থিত ছিলেন যুব জমিয়ত বিয়ানীবাজার পৌর শাখার সভাপতি মনজুরুল হাসান,উপজেলা ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক ছিদ্দিক আলম, ছাত্র জমিয়ত মুড়িয়া ইউনিয়নের সভাপতি আশরাফুল ইসলাম, বিয়ানীবাজার পৌর ছাত্র জমিয়তের সহ সভাপতি শাহরিয়ার রহমান, সাধারণ সম্পাদক আসাদুযযামান, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক এম এবাদুর রহমান খান, ছাত্রনেতা মুজাহিদুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ছোলাইমান আহমদ, মো: সিদ্দিকুর রহমান, ইসমাইল হোসাইন , সাইফুর রহমান সাদিক, নামজুস সাকিব, আনছার হুসাইন, শরিফুল ইসলাম, আবুল কাশেম শাওন, রেদওয়ান আহমদ, এমদাদুল ইসলাম, আব্দুস শাহাদ, আবিদ হুসাইন, আবুল কাশেম শাওন, মো.জাহিদ হাসান খান, রাশেদ আহমদ, সাঈদ হুসাইদ, কাওছার আহমদ, মুন্না আহমদ, মাহফুজ আহমদ, ইবরাহীম আহমদ, আবির খান ফাহিম, ,আব্দুল খালিক,মো. রিফাত ইসলাম রাহি, মো: আবিদ আহমদ, মাহিদ আলম অভি, আবরার নাদিম, আবু সাঈদ, মো. আবু তাহের, জহুরুল ইসলাম রাদু চৌধুরী, হালিম মাহমুদ ,এবাদুর রহমান (তানজিম), কামরুল ইসলাম।
পরিশেষে অথিতি ও কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক প্রদান করে সভার সমাপ্তি ঘোষনা করেন হাফিজ আব্দুল্লাহ। বিজ্ঞপ্তি।