ঢাকায় হত্যাযজ্ঞ ও গ্রেফতারের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী পুলিশ লীগের নগ্ন হামলা, গুলি, হত্যাযজ্ঞ ও জাতীয় নেতৃবৃন্দকে গ্রেফতারের প্রতিবাদে বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট নগরীতে তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল।
নগরীর কোর্ট পয়েনন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে জিন্দাবাজার সিটি সেন্টারে সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিল ও পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল। জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাউল কবির মিফতার পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর জেলা স্বেচ্ছাসেবক সাবেক আহবায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, সিলেট জেলা স্বেচ্ছাসেবক যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম, আহসান মাহবুব, তোফায়েল চৌধুরী উজ্জল, আব্দুর রউফ, সৈয়দ সরওয়ার রেজা, এমদাদ বক্স, জেলা জেলা স্বেচ্ছাসেবক সাবেক যুগ্ম আহবায়ক রজব আহমদ, জেলা স্বেচ্ছাসেবক যুগ্ম আহবায়ক কায়ছান মাহমুদ সুমন, টিটন মল্লিক, জাহাঙ্গীর মিয়া, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য আলী আকবর খান, সদর উপজেলা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রহমান আমিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আব্দুস সালাম আজাদ, মনিরুজ্জামান মনির, খন্দকার ফয়েজ আহমদ, রুমেল আহমদ রুশন, সাইদ মাহমুদ ওয়াদুদ, মোঃ আশিক মিয়া, আমজাদ হোসেন, সাইদুল এনাম চৌধুরী লাহিন, সাইফুল আলম কোরেশী, সেলিম আহমদ, আয়াত আলী প্রিন্স, দক্ষিন সুরমা উপজেলা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিন, সদর উপজেলা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েল আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এড. আলা উদ্দিন, সদস্য সচিব এড. আব্দুল্লাহ আল হেলাল, জৈন্তা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস, জেলা স্বেচ্ছাসেবক দলনেতা রাজিব চৌধুরী, খুর্শেদ আলম শিপলু, কামরুল ইসলাম, রাসেল আহমদ, রিপন চৌধুরী, কামাল আহমদ, শেখ রিপন, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক হোসেন আহমদ তালুকদার, গোলাপগঞ্জ উপজেলার সিনিয়র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, সদর উপজেলার যুগ্ম আহবায়ক আব্দুল আহাদ লিমন, শাহিন আহমদ, আল আমিন, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিনহাজ উদ্দিন, স্বেচ্ছাসেবক দলনেতা আব্দুল মুকিত মুকুল, তানিমুল ইসলাম তানিম, শাহাব উদ্দিন, সায়েম আহমদ রনি, হারুন মিয়া, বাবর আহমদ, তুহিন আহমদ, উজ্জল আহমদ, জুম্মান আহমদ, শামীম আহমদ, আকাশ আহমদ প্রমুখ।সভায় সভাপতির বক্তব্যে আব্দুল আহাদ খান জামাল ক্ষোভ প্রকাশ করে বলেন বিজয়ের মাস ডিসেম্বরে বিএনপির নিরীহ নেতাকর্মীদের যারা নির্বিচারে হত্যা করল তারা পাক হানাদার বাহিনীর চাইতেও অধম। এই হত্যাযজ্ঞের বিচার বাংলার জমিনে একদিন হবে। তিনি অবিলম্বে গণগ্রেফতারের শিকার জাতীয় নেতা এডভোকেট রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম, শহিদ উদ্দিন চৌধুরী এনি, আব্দুল কাদের ভূইয়া জুয়েল, সেলিমুজ্জামান সেলিম সহ গ্রেফতারকৃত নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবি জানান।