কাশ্মীরে প্রাণ গেল ৩ ভারতীয় সেনার

সুরমা টাইমস ডেস্ক :

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় একটি ভারতীয় সেনাবাহিনীর গাড়ি গভীর খাদে পড়ে তিন সেনা নিহত হয়েছেন। নিহতরা হলেন— অমিত কুমার, সুজিত কুমার এবং মান বাহাদুর।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই রোববার এ তথ্য নিশ্চিত করেছে।

পিটিআই-এর সামাজিক মাধ্যমে শেয়ার করা এক ভিডিও ফুটেজে দেখা যায়, ৭০০ ফুট গভীর খাদে গাড়িটির দুমড়ে-মুচড়ে পড়ে আছে।

 

দুর্ঘটনাস্থলে সেনাদের দেহ, তাদের সামগ্রী এবং কিছু কাগজপত্র ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।

 

পিটিআই-এর তথ্য অনুযায়ী, দুর্ঘটনাটি সকাল ১১টা ৩০ মিনিট নাগাদ ঘটে। ওই সময় সেনাবাহী ট্রাকটি জম্মু থেকে শ্রীনগর অভিমুখে একটি গাড়ি বহরের অংশ হিসেবে জাতীয় সড়ক ৪৪ ধরে চলছিল।

 

এক পর্যায়ে ব্যাটারি চশমা এলাকায় পৌঁছানোর পর গাড়িটি খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা, জম্মু ও কাশ্মীর পুলিশ, রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) এবং স্থানীয় স্বেচ্ছাসেবীর সমন্বয়ে উদ্ধার তৎপরতা চলছে বলেও জানিয়েছে পিটিআই।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।