সুরমা টাইমস ডেস্ক :
দেশটির অন্যতম প্রধান শিল্প ও বাণিজ্য শহরটিতে রবিবার থেকে দিনের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ৪ থেকে ৬ ডিগ্রি বেশি।
জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আনজুম নাজির জায়ঘাম ব্যাখ্যা করে বলেন, ‘সিন্ধু প্রদেশের ওপরের ও কেন্দ্রীয় অঞ্চল থেকে একটি উচ্চচাপ এলাকা সরে যাওয়ায় রবিবার থেকে সমুদ্রের বাতাস বাধাগ্রস্ত হতে পারে।’
তিনি আরো জানান, এই আবহাওয়াগত ব্যবস্থা দক্ষিণ সিন্ধুর দিকে অগ্রসর হওয়ায় শনিবার থেকে প্রদেশের বাকি অংশে চলমান তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হতে পারে।
২০ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে জানিয়ে আবহাওয়া বিভাগের এক পরামর্শবার্তায় বলা হয়েছে, ‘করাচিতে সম্ভাব্য তাপপ্রবাহের কারণে সাধারণ জনগণ, বিশেষ করে শিশু, নারী ও বয়স্কদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে।
সরাসরি রোদে যাওয়া থেকে বিরত থাকুন এবং পানীয় গ্রহণ করুন।’
শুক্রবার করাচিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস। শনিবারও গরম ও আর্দ্র আবহাওয়া বিরাজ করতে পারে, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে বলে জানানো হয়েছে।
সূত্র : ডন, ট্রিবিউন