অবশেষে র‌্যাবের খাঁচায় গোয়াইনঘাটের কুখ্যাত চাঁদাবাজ কামরুল

সুরমা টাইমস ডেস্ক :

সিলেটের গোয়াইনঘাট উপজেলার আলোচিত কুখ্যাত শীর্ষ চাঁদাবাজ কামরুলকে অবশেষে গ্রফতার করেছে র‌্যাব-৯।

 

গতকাল শনিবার (১৯শে এপ্রিল) দুপুরে গোয়াইনঘাট থানাধীন লেঙ্গুড়া এলাকায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অভিযান পরিচালনা করে তাকে গ্রফতার করেন।

গ্রেফতারকৃত আসামী কামরুল ইসলাম (২৬), সে গোয়াইনঘাট থানাধীন লেঙ্গুড়া গ্রামের মৃত কুস্তর আলীর ছেলে।

 

তার বিরুদ্ধে গোয়াইনঘাট থানার এফআইআর নং-২৮ মামলা রয়েছে। এই মামলার ১ নং আসামি কামরুল ইসলাম।

এক প্রেসবিজ্ঞপ্তিতে কামরুল ইসলামকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে সিলেট জেলার গোয়াইনঘাট থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।

 

এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উক্ত মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯, সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

 

অভিযোগে প্রকাশ : লেঙ্গুড়া গ্রামের বাসিন্দা কুতুব আলীর ছেলে এই আলোচিত চাঁদাবাজ কামরুল ইসলাম। গোয়াইনঘাট বড় ব্রীজের পশ্চিম পাশে প্রতিদিন চাঁদাবাজি করে আসছে। স্থানীয়দের পক্ষ থেকে বার বার স্থানীয় প্রশাসনকে বলার পর পুলিশ কোন শক্ত ভুমিকা পালন করছে না।

তারা বলেন এই আলোচিত চাঁদাবাজ কামরুল ইসলামের বিরুদ্ধে তার চাঁদাবাজির একাধিক প্রতিবেদন প্রিন্ট ও অনলাইন ভার্সনের বিভিন্ন গনমাধ্যমে প্রকাশিত হলেও নির্বিকার ভূমিকা পালন করেছে স্থানীয় প্রশাসন।

অভিযোগ রয়েছে,চোরাচালানের মালামাল আটক করতে পুলিশ রাস্তায় চেকপোস্ট বসালে সেখানে গিয়ে হাজির হয় কামরুলসহ তার দলবল।

তারা সেখানে দেশীয় অস্ত্র নিয়ে পুলিশ সদস্যদের জিম্মি করে চোরাই পথে আসা পণ্যবাহি গাড়ি গুলো পার্সিং করে দেয় চেকপোষ্ট এলাকা।

এ জন্য কামরুল প্রতি গাড়ি থেকে ১ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করতো।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।