স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা অনুধ্যানের মাধ্যমে আধুনিক চেতনায় উন্নীত হওয়া সম্ভব

সুরমা টাইমস ডেস্ক :

সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক শ্রীমৎ স্বামী চন্দ্রানাথানন্দজী মহারাজ বলেছেন, স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা অনুধ্যানের মাধ্যমে আধুনিক চেতনায় উন্নীত হওয়া সম্ভব।

তিনি গত ১৮ এপ্রিল শুক্রবার সকাল ১০টায় সিলেট নগরীর শ্রী শ্রী ভোলানন্দগিরি আশ্রমে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সিলেট বিভাগীয় ও জেলা কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

সিলেটের বিশিষ্ট সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দনের সভাপতিত্বে ও অধ্যাপক কানন কান্তি দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শাবিপ্রবির প্রফেসর ড. তুলসী কুমার দাস,

 

সিলেট শিক্ষা বোর্ডের অবসরপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুন চন্দ্র পাল, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ সর্বানী অর্জুন, মঈন উদ্দিন মহিলা কলেজের উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর, বিবেকানন্দ চর্চা পর্ষদ সিলেটের প্রাক্তন সভাপতি বেনু ভূষণ দাশ, অব. ব্যাংকার দিলীপ কুমার পাল প্রমুখ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন, বিবেকানন্দ চর্চা পর্ষদ সিলেটের প্রাক্তন সাধারণ সম্পাদক বিনয় ভূষণ তালুকদার। উদ্বোধনী বৈদিকমন্ত্র পাঠ করেন সঙ্গীত শিল্পী প্রদীপ কুমার দে। সভায় বিবেকানন্দ ভাবধারাকে সমুন্নত রাখতে বিবেকানন্দ চর্চা পর্ষদ সিলেটের বিলুপ্তি ঘোষণা করেন প্রাক্তন সভাপতি বেনু ভূষণ দাশ।

সভায় অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সিলেটের বিভাগীয় সমন্বয়কারী শাবিপ্রবির সহযোগী অধ্যাপক সঞ্জয় কৃষ্ণ বিশ্বাস, শিক্ষক স্বপন চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা নিবারণ চন্দ্র দাস, এডভোকেট অরবিন্দ দাস গুপ্ত বিভু, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জ্যোতি মোহন বিশ্বাস, অধ্যাপক ইন্দ্রিজিৎ রায়, ব্যাংকার দ্বীপক কুমার দাশ, প্রভাষক অঞ্জন সরকার প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে বেনু ভূষণ দাশকে সভাপতি, অধ্যাপক কানন কান্তি দাসকে সাধারণ সম্পাদক, অধ্যাপক ইন্দ্রিজিৎ রায়কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সিলেট বিভাগীয় কমিটি ও এডভোকেট ফণী ভূষণ সরকারকে সভাপতি, বিনয় ভূষণ তালুকদারকে সাধারণ সম্পাদক ও ব্যাংকার দ্বীপক কুমার দাসকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে সিলেট জেলা কমিটি গঠন করা হয়। সভার সিদ্ধান্তক্রমে পূর্ণাঙ্গ কমিটি যথাশীঘ্র গঠন করা হবে।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাবিপ্রবির সহযোগী অধ্যাপক কৃত্তিবাস পাল, এডভোকেট ফণী ভূষণ সরকার, এডভোকেট সুব্রত কুমার রায়, স্বাস্থ্য কর্মকর্তা সমরেন্দ্র কুমার রায়, অব. ব্যাংকার রূপক ভট্টাচার্য্য, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায়, লেখিকা অমিতা বর্দ্ধন, এডভোকেট বিশ্বনাথ ঘোষ, শিক্ষক নরেশ চন্দ্র রায়,

 

সঙ্গীত শিল্পী সুবিনয় রায়, শিক্ষক ভানু চন্দ্র পাল, সিলেট শিক্ষা বোর্ড কর্মকর্তা দেবল চন্দ্র দাস, হবিগঞ্জ থেকে আগত জিতেন্দ্র সরকার বাদল, অব. ব্যাংকার প্রনদীশ চন্দ্র দেব, সমাজকর্মী উত্তম ঘোষ, এনজিও কর্মকর্তা হারাধন দেব প্রভাষ, স্বাস্থ্য কর্মকর্তা সুনির্মল চক্রবর্তী, শাবিপ্রবি কর্মকর্তা অসিত কুমার সূত্রধর,

 

অব. শিক্ষক সিতাংশু বিশ্বাস, অধ্যাপক সোনাধন চন্দ্র দেব, শিক্ষক পাচু মোহন বিশ্বাস, তপন কান্তি দাস প্রমুখ। সভা শেষে সকলকে জলযোগে আপ্যায়িত করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।