সুরমা টাইমস ডেস্ক :
আবারও বাংলাদেশের রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
গতকাল বৃহস্পতিবার (১৭ই এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর ‘ব্যবস্থাপনায়’ বাংলাদেশে রাজনীতি করা যাবে না।
কোটা সংস্কার আন্দোলনের অন্যতম এ নেতা লিখেছেন, ‘RAW-এর স্টেশন হেডের সঙ্গে মিটিং করে তাদের প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশে রাজনীতি চলবে না।’
তবে তিনি কার উদ্দেশে এমন মন্তব্য করেছেন বা কোন প্রসঙ্গ টেনে এ পোস্ট দিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
পোস্টটি দেওয়ার ২০ মিনিটের মাথায় ফেসবুকে তা ৫০ হাজারের বেশি লাইক পায়। এমন পোস্টের পেছনের কারণ জানতে হাসনাতের সঙ্গে যোগাযোগ করেছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।
এর আগে, গত ১৫ই এপ্রিল নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে আরেকটি পোস্টে হাসনাত লেখেন, ‘আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না।’
তিনি আরও লেখেন, ‘যেদিন থেকে আমাদের আওয়ামী বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে “শিষ্টাচারবহির্ভূত” বলা শুরু হয়েছে, সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে।’
পোস্টের শেষ অংশে হাসনাত বলেন, ‘যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন, তাদের সতর্ক করছি—অতি শিগগিরই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন।
না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি, আর আমি করব শিষ্টাচারবহির্ভূত আচরণ।’
আমি শিষ্টাচারবহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না। সাবধান হয়ে যান।