সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও গ্রেফতারের দাবিতে ছাতক সমিতি সিলেট’র মানববন্ধন

সুরমা টাইমস ডেস্ক :

সিলেট নগরীর মীরবক্সটুলা এলাকায় সিগারেটের ধোঁয়া ছোড়া নিয়ে ছাতক সমিতি সিলেট’র প্রবাসী কল্যাণ সম্পাদক শহীদুল ইসলাম নোমান ও সমিতির সদস্য, ওসমানী হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স জাহিদুল ইসলাম আক্তার, নর্থ ইষ্ট নার্সিং কলেজের নার্সিং ইন্সট্রাকক্টর দিলোয়ার হোসেন এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ছাতক সমিতি সিলেট উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) বাদ জুমুয়া সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

ছাতক সমিতি সিলেট এর সভাপতি এডভোকেট আব্দুল জলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছাদিকুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন ছাতক সমিতি সিলেট’র সিনিয়র সহ-সভাপতি আবু তাহের মোহাম্মদ তারেক, মোঃ শফিক মিয়া, এড. মো. ছায়াদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, এস এম আমজাদ, রাহেল আহমদ, এডভোকেট মনির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান সাদ্দাম, সহ-সাংগঠনিক সম্পাদক এস.এম সেফুল, অর্থ সম্পাদক মোহাম্মদ আজাদ মিয়া, প্রচার সম্পাদক এস এম জিতু মুন্না,

 

সহ-প্রচার সম্পাদক সেপার আহমদ, পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক মোঃ আলতাফ হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ আনহার মিয়া, জনসংযোগ বিষয়ক সম্পাদক মো. আবু জাবের, পাঠাগার বিষয়ক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. উসমান গনি কাছন, সদস্য জুনেদ আহমদ,

 

নেছার আলম, শহিদ উদ্দীন, ছিদ্দিকুর রহমান,ফেরদৌস আহমদ, সাহিন মিয়া, রাসেল আহমদ, শিপু মিয়া, সালেহ আহমদ, সাব্বির আলম, নয়ন মিয়া, রবিউল ইসলাম, জুবায়ের আহমদ, লিলু মিয়া, রিপন মিয়া, জয়নাল আবেদীন প্রমুখ।

মানবন্ধনে বক্তারা বলেন, গত ২৪ মার্চ রাতের আধারে সিলেট নগরীর মীরবক্সটুলায় এলাকায় অন্যায়ভাবে ছাতক সমিতির সদস্যদের উপর হামলা করেছে কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীরা।

 

পরবর্তীতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। হামলাকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানানো হয়।

 

হামলাকারী কিশোর গ্যাংয়ের সকল সন্ত্রাসীদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়। অন্যথায় সিলেটস্থ ছাতকবাসীদের নিয়ে তীব্র আন্দোলন গড়ে তুলা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।