সুরমা টাইমস ডেস্ক :
সুনামগঞ্জের তাহিরপুর থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি হাবিব মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
তিনি উপজেলার বাদাঘাট ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার দিবাগত রাত (২১শে মার্চ) ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিত্বে তাহিরপুর থানার এসআই নাজমুল ইসলাম, এসআই শরীফুল,এসআই আমীর উদ্দিন এবং এএসআই জিয়াউর রহমানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে দিঘিপাড় গ্রামে অভিযান পরিচালনা করে। এময় সাজাপ্রাপ্ত আসামি হাবিব মিয়াকে তার বসতবাড়ি থেকে গ্রেফতার করে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন এর সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন গ্রেফতারকৃত হাবিব মিয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনে রুজু হওয়া সিআর (নারী শিশু)-২৭/১৯ নম্বর মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন।