দেশের মানুষের জীবন মান রক্ষায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই

সুরমা টাইমস ডেস্ক :

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেন, দেশে অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে। এখনো দ্রব্যমূলের ঊর্ধ্বগতি চলছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মকভাবে অবনতি হয়েছে।

দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকারের হাতে দেশের শাসন ব্যবস্থা হস্তান্তর করলেই দেশের স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কথা বলে অযথা সময় নষ্ট করছে, দেশের মানুষের জীবন মান রক্ষার জন্য দ্রুত নির্বাচন দেওয়া জরুরি।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া তাদের শাসন আমলে ধর্ষণের বিষয়ে দেশে কঠিন আইন প্রণয়ন করেন। আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে ধর্ষকদের বিরুদ্ধে আরও কঠোর আইন ও তা বাস্তবায়নের ব্যবস্থা করবে। দ্রুততম সময়ের মধ্যে ধর্ষণ মামলার রায় প্রদানের কার্যকরী ব্যবস্থা করা হবে।

তিনি গতকাল শনিবার (১৫ই মার্চ) নগরীর সুবিদবাজারস্থ একটি কনভেশন হলে প্রান্তিক ছাত্র সংসদের পক্ষ থেকে বিগত ছাত্র-জনতার আন্দোলনে আহতদের সম্মাননা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

প্রান্তিক ছাত্র সংসদের সভাপতি তারিকুল ইসলাম নয়ন সভাপতিত্বে এবং সংসদের সাধারণ সম্পাদক ও মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আবু সাইদ মোঃ সাকিব এবং সংসদের সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমেদ চৌধুরী,

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়ছল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মুর্শেদ,

 

যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম, নুরুল হুদা দিপু, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক উসমান গনি, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও ছাত্র সংসদের উপদেষ্টা কায়ছান মাহমুদ সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমেদ জুবের,

মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম টিপু, শাবিপ্রবি ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আল-আমীন রাসেল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সদস্য আব্দুল জলিল, মিসবাহ উদ্দিন, হাসান রহমান টিপু, সাহিদুল হক চৌধুরী, আয়াত আলী প্রিন্স, সাবেক ছাত্রনেতা ও যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দল নেতা জহির খান,

 

২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সাবেক সদস্য সচিব শেখ রিপন, ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব গোলাম রব্বানী, ছাত্র সংসদের উপদেষ্টা কিবরিয়া সারওয়ার, খোকন, ফয়েজ আহমেদ সামি, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফাহিম রহমান মৌসুম, আব্দুস সামাদ লস্কর মুনিম, মোঃ আব্দুল্লাহ,

 

খায়রুল ইসলাম দুয়েল, আজহার আলী অনিক, সহ-সাধারন সম্পাদক আবুল হোসেন, ছাত্র সংসদের উপদেষ্টা কাশেম আহমেদ চৌধুরী, মুন্না খান, ডা. দ্বীপ, ছোটন আহমেদ, মহানগর যুবদলের সহ-দপ্তর সম্পাদক মোঃ ইমরান আলী, সহ-শিল্প বিষয়ক সম্পাদক সোহেল আহমেদ।

আরোও উপস্থিত ছিলেন সৈয়দ রাফি, দেলোয়ার হোসেন, হাবিবুর রহমান, জুয়েল খান প্রেম, তানভীর আহমেদ, আদিব ওবায়েদ হক, খালেদ মাহমুদ সাইফুল্লাহ, শহীদুল ইসলাম রায়হান, আতিকুল ইসলাম তৌসিফ, ইবনে মালিক সানি, শাহ মাহফুজ,তাহমিদ, আকাশ, রাব্বি, মুফতি আসেফ, মাজিদুল হক নাইম,

 

মাহিয়ান রিয়াদ, রাহাত লিয়ন, আশরাফুল আফিক, ওয়াহিব ইকবাল মজুমদার, সাফাত হোসাইন, জান্নাতুল নাঈম, হোসাইন আহমেদ রাফি, গোলাম ইজদানি সাফি, রেদোয়ান চৌধুরী, ইমন ইসলাম, রিফাত, মুফতি রাফকাত, মাশরাফি প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।