সুরমা টাইমস ডেস্ক :
জিয়া সাইবার ফোর্স সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সংগঠনের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) নগরীর পাঠানটুলা গোয়াবাড়ীস্থ জামেয়া ইসলামিয়া রাগীবিয়া মাদ্রাসায় এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জিয়া সাইবার ফোর্স সিলেট জেলার আহবায়ক জামাল আহমদ এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোস্তাক আহমদ চৌধুরীর পরিচালনায় ইফতার মাহফিলপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মদন মোহন কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শুয়েব মুন্না, জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এম এইচ মাহতাব, জিয়া সাইবার ফোর্সের মহানগরের সাধারণ সম্পাদক আবির হাসান মুহিন, মহানগর যুবদলের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক রুমান আহমেদ রাজু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স সিলেট জেলার যুগ্ম আহবায়ক রিয়াজ উদ্দিন বাবুল, সদস্য সৈয়দ মজনু মিয়া, মহানগরের সাংগঠনিক সম্পাদক সামছুদ্দিন,
গোয়াইনঘাট উপজেলার আহবায়ক জসিম উদ্দিন, জকিগঞ্জ উপজেলার সিনিয়র যুগ্ম আহবায়ক মস্তাক আহমদ, জালালাবাদ থানা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোজাম্মেল হোসেন, জকিগঞ্জ পৌর ছাত্রদল নেতা আশরাফুজ্জামান রাদি প্রমুখ।