বিএসএফের পোশাক পরে বাংলাদেশে গরু চোলাচালানের অভিযোগ

সুরমা টাইমস ডেস্ক :

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পোশাক পরে বাংলাদেশে গরু চোরাচালানের চেষ্টা চালানো হয়েছে। চোরাচালানের চেষ্টাকালে কয়েকজনকে গ্রেফতার করেছে বিএসএফ।

গতকাল শুক্রবার (১৪ই ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চোরাচালানের এমন কৌশলে রীতিমতো অবাক বনে গেছে বিএসএফ। তারা বাহিনীর চোখ এড়াতে এমন কৌশলের আশ্রয় নিয়েছে।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ধারালো ছুরি ও চাকু উদ্ধার করা হয়েছে।

দ্য হিন্দু জানিয়েছে, পশ্চিমবঙ্গের মালদা ও মুর্শিদাবাদের সীমান্ত এলাকায় একাধিক অভিযান চালানো হয়েছে।

বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার এ অভিযানে চার চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে। অভিযানের সময় তারা চোরাচালানের প্রস্তুতি নিচ্ছিলেন।

 

বিএসএফের ৮৮নং ব্যাটিালিয়নের এক অভিযানে পান্নাপুর সীমান্ত থেকে আরও তিনজনকে আটক করা হয়েছে। ওই তিন চোরাকারবারি বিএসএফের পোশাক পরা ছিলেন।

তাদের কাছে ধারালো ছুরি, চাকু ও নকল প্লাস্টিকের বন্দুক ছিল। এ সময় তার কাছ থেকে দুটি মহিষও জব্দ করে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, আটক ও জব্দ মালামাল যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া গরুগুলো ধ্যান ফাউন্ডেশনে পাঠানো হয়েছে।

 

বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের মুখপাত্র জানান, বাংলাদেশিদের অনুপ্রবেশ ও সীমান্তে চোরাচালানের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বিএসএফ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।