নগরীর রায়নগর থেকে কিশোরী নিখোঁজ

সুরমা টাইমস ডেস্ক :

সিলেট নগরীর রায়নগরের দর্জিপাড়া এলাকার একটি বাসা থেকে শ্যামা রানী সরকার (১৪) নামে এক গৃহকর্মী কিশোরী নিখোঁজ হয়েছে।

 

এ ঘটনায় ঐ কিশোরীর মা সিলেট কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

 

নিখোঁজ কিশোরী শ্যামা রানী মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ধর্মদেহী গুদামবাজার এলাকার সমভু সরকার ও সুমি রানী বিশ্বাস দম্পতির মেয়ে।

 

সে বিগত ২০২০ সাল থেকে নগরীর রায়নগরের দর্জিপাড়া (সৌরভ-১৯/২) এলাকার শিল্পী দত্ত সেনাপতির বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করছিলো।

 

নিখোঁজ কিশোরী শ্যামা রানীর মা সুমি রানী বিশ্বাস জানান, গতকাল ১৩ই ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) সকাল সাড়ে আটটার দিকে শিল্পী দত্ত সেনাপতি মেয়েকে বাসায় রেখে একই বাসার ২য় তলায় গিয়েছিলেন।

 

কিছু সময় পর এসে আমার মেয়েকে আর বাসায় পাওয়া যায়নি। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও তাকে কোথাও পাওয়া যাচ্ছে না।

 

সুমি রানী বিশ্বাস জানান, এ ঘটনায় আমি কোতোয়ালী থানায় নিখোঁজ সাধারন ডায়েরীর আবেদন করেছি। আমি দ্রুত আমার মেয়ের সন্ধান চাই।

 

এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসার এসআই রিংকি বলেন, ঐ মেয়ের মা একটি নিখোঁজ সাধারন ডায়েরী করেছেন। এ ঘটনায় পুলিশ কাজ করছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।