গণহত্যায় আহতদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে

সুরমা টাইমস ডেস্ক:

বর্তমান সরকার চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে দায়িত্ব গ্রহণ করেছে। দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর থাকলেও জুলাই গণহত্যায় আহতদের চিকিৎসায় অবহেলা করা হয়নি।

বরং তাদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম।

গত রোববার (২রা ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি জানান, আহতদের বিদেশে চিকিৎসার জন্য ইতোমধ্যে ১৬ কোটি টাকা ব্যয় করা হয়েছে, যা ১৫ জনের চিকিৎসার জন্য বরাদ্দ।

বর্তমানে ৩০ জন আহত ব্যক্তিকে বিদেশে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসার জন্য মোট ২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, তবে প্রয়োজনীয় ব্যয়ের চূড়ান্ত হিসাব এখনো নির্ধারিত হয়নি।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে আহতদের মধ্যে একজনের চিকিৎসায় ৬ কোটি ৩৭ লাখ টাকা এবং আরেকজনের জন্য ৩ কোটি ৩৪ লাখ টাকা ব্যয় হয়েছে।

 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর সায়েদুর রহমান জানান, আন্দোলনকারীদের দাবিকে গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে।

আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও আর্থিক সহায়তার জন্য নতুন তালিকা তৈরি করা হবে। তিনি আরও বলেন, আহতদের আত্মত্যাগের বিষয়টি সরকার স্বীকার করে এবং তাদের দাবিগুলো বাস্তবায়নের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।

এখন পর্যন্ত সরকারি খরচের বাইরে কেউ ব্যক্তিগত অর্থ ব্যয় করে থাকলে, সেটিও সরকারকে জানানো যেতে পারে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।