গোয়াইনঘাটে কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে দুপক্ষের সংঘর্ষ: নিহত ১

সুরমা টাইমস ডেস্ক:

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় নন্দীরগাঁও ইউনিয়নের সুন্দ্রাগাঁও গ্রামে পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে দুপক্ষের সংঘর্ষে বাবুল মিয়া নামে একজন নিহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (৩০শে জানুয়ারি) সন্ধ্যায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাবুল মিয়া (৪৫) উপজেলার সন্দ্রাগাঁও গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার গোয়াইনঘাট থানাধীন নন্দীরগাঁও ইউনিয়নের সুন্দ্রাগাঁও গ্রামে পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে বাবুল মিয়া গং ও একই গ্রামের আব্দুল রহিম গংদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

 

এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় বাবুল মিয়া মারা যান।

 

গোয়াইনঘাট থানার সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণ ও জরিপের বিরোধে দুপক্ষের সংঘর্ষ হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন।

 

সংঘর্ষে আহত বাবুল মিয়া চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।