উত্তম কুমার পাল হিমেল ,নবীগঞ্জ(হবিগঞ্জ) থেকে।। হবিগঞ্জের নবীগঞ্জে সেনাবাহিনীর নিয়মিত আওতায় টহল পরিচালনার সময় ১৭ এফ এন আই ইউ এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এফএস সৈনিক সিরাজ এবং ল্যাঃ কর্পোঃ শামীম গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন আশিকুর রহমান শোভনের নের্তৃত্ব ৬৪ ইবি বানিয়াচং আর্মি ক্যাম্প ক্যাম্পের আওতাধীন নবীগঞ্জ পৌর এলাকার পূর্ব তিমিরপুর এ অভিযান চালিয়ে মাদক ব্যাবসার অভিযোগে শফিকুর রহমান এর বাড়িতে (ক্যাপ্টেন আশিক ৬৪ ইবি) এর নেতৃত্বে শফিকুর রহমান ও রমাকান্ত গোপ কে গ্রেফতার করেছে সেনাবাহিনী। শুক্রবার (১০ জানুয়ারি) ভোররাতে এই অভিযান চালানো হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বানিয়াচং আর্মি ক্যাম্প অফিসার।
অভিযানে ২টি সিগনেচার বড় ৭৫০ এমএল, ৫× সিগনেচার ছোট ৫০০ এমএল, ২× রয়েল ৫০০এমএল ২টি, ২× ওল্ড মন্ড ১০০০এমএল ২টি,৫× ৫০০এমএল ব্লাঞ্চার, নবীগঞ্জ -বাসা সড়তকের গোডাউন থেকে বাংলামদ ১৩৫০(৫× ব্যারেল) লিটার, ৭× স্মার্ট ফোন, ৫× পাসপোর্ট, নগদ টাকা: ২৬৩০,জালটাকাঃ ১ হাজার টাকার নোট ২ টা, মদ বিক্রি করার প্লাস্টিকের খালী বোতল ৭০০ টি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শফিকুর রহমান (২৯) নবীগঞ্জ পৌর এলাকার ০৯ নং ওয়ার্ডের মোসবীর রহমানের পুত্র ও রমাকান্ত গোপ (৩৫) মৌলভীবাজার সদর উপজেলার খলিরপুর গ্রামের মৃত রবীন্দ্র কুমার গোপের পুত্র।
অভিযান শেষে সেনাবাহিনী মাদক ব্যবসায়ী সে শফিকুর রহমান ও রমাকান্ত গোপকে উদ্ধারকৃত মালামাল সহ নবীগঞ্জ থানায় হস্তান্তর করেন।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের আরও অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন।
মাদক নির্মূলে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে অবগত করা হয়েছে।